বিবিসি বাংলার জরিপে- সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি




ক্রমিকনামউপাধিছবিসংক্ষিপ্ত পরিচিতিযে জন্য বিখ্যাত
শেখ মুজিবুর রহমানবঙ্গবন্ধুSheikh Mujibur Rahman in 1950.jpgবাংলাদেশের জাতির জনক
রাজনীতিবিদ
স্বাধীনতা ঘোষক
রাষ্ট্রপতি
প্রধানমন্ত্রী

বাংলাদেশের প্রতিষ্ঠাতা। তিনি ছিলেন একজন তুখোড় রাজনীতিবিদ যিনি পাকিস্তান থেকে সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশ প্রতিষ্ঠা করেন।

স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে স্বাধীনতার জন্য বাঙালিদের দশকের পর দশক ধরে চলমান দীর্ঘ সংগ্রামের নেতৃত্ব দেন যার ফলশ্রুতিতে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে বাংলাদেশকে স্বাধীন করেন।

স্বাধীনতা যুদ্ধের পর দুইবার বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে এবং একবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। সামরিক অভ্যুত্থানে যার প্রায় পুরো পরিবারকে হত্যা করা হয়।

রবীন্দ্রনাথ ঠাকুরগুরুদেব, কবিগুরু, বিশ্বকবি, নাইটহুড (বর্জিত)Tagore3 140x190.jpgসাহিত্যিক

নোবেল পুরস্কার বিজয়ী

বাঙালি শেক্সপীয়ার হিসেবে অনেকেই উল্লেখ করেছেন। বাংলা সাহিত্যের সবচেয়ে সফল ও প্রভাবশালী লেখক। এশিয়ার প্রথম নোবেল পুরস্কার বিজয়ী। ভারত ও বাংলাদেশের জাতীয় সংগীতের রচয়িতা।
কাজী নজরুল ইসলামবিদ্রোহী কবিKazi Nazrul Islam, circa 1940.jpgসাহিত্যিক

জাতীয় কবি

ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে জীবনভর সংগ্রামী ও তেজোদিপ্ত লেখার জন্য বিখ্যাত। রোমান্টিক এবং ধর্মীয় (উভয় ইসলামী এবং হিন্দু) কবিতা এবং গানের জন্য সমান জনপ্রিয়। ১৯৭২ সালে বাংলাদেশের জাতীয় কবি স্বীকৃতি পান।
এ কে ফজলুল হকশের-ই-বাংলা

(বাংলার বাঘ)

A k fazlul hoque.jpgরাজনীতিবিদ
প্রধানমন্ত্রী
মুখ্যমন্ত্রী
গভর্নর
ব্রিটিশ শাসনামলে অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী। প্রথমবারের মতো গণতান্ত্রিকভাবে বাঙালি জাতির নির্বাচিত নেতা । দেশ ভাগের পর, পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী ও গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন।
সুভাষচন্দ্র বসুনেতাজিNetaji Subhas Chandra Bose.jpgরাজনীতিবিদ
সক্রিয় কর্মী
ভারতীয় স্বাধীনতা আন্দোলনের অগ্রদূত
ভারতীয় স্বাধীনতা আন্দোলনের অন্যতম কিংবদন্তী। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে লড়াই করার জন্য নিজস্ব সেনাবাহিনী গড়ে তোলেন। ভারতের স্বাধীনতার জন্য সমর্থন ও সহায়তা চাইতে বিশ্বব্যাপী ভ্রমণ করেন।
বেগম রোকেয়াBegum Rokeya 140x190.jpgসমাজ সংস্কারকবাঙালি নারী জাগরণের অগ্রদূত। ঐসময়ে রক্ষণশীল সামাজিক ব্যবস্থা থাকা সত্ত্বেও, নিজে থেকেই তিনি শিক্ষা অর্জন শুরু করেন এবং পরবর্তীতে একজন জনপ্রিয় লেখিকা ও শিক্ষাবিদ হয়ে ওঠেন। শিক্ষা এবং আত্মনির্ভরশীলতা অর্জনে তিনি লক্ষ লক্ষ তরুণী ও মহিলাদের কাছে প্রেরণার উৎস।
জগদীশ চন্দ্র বসুআচার্যJagadish Chandra Bose 1926.jpgবিজ্ঞানীরেডিও ও মাইক্রোওয়েভ অপটিক্স গবেষণায় উল্লেখযোগ্য অবদান। উদ্ভিদ বিজ্ঞানে যুগান্তকারী অবদান রাখেন। ভারতীয় উপমহাদেশে পরীক্ষামূলক বিজ্ঞানের প্রতিষ্ঠা।
আবদুল হামিদ খান ভাসানীমজলুম জননেতাMaulana Bhasani in Havana, Cuba.jpgরাজনীতিবিদব্রিটিশ ভারত, পাকিস্তান এবং বাংলাদেশ সময়কালে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন। নিপীড়িত জনগণের জন্য জীবনভোর সংহতি প্রকাশের জন্য সর্বাধিক জনপ্রিয়তা অর্জন করেন।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরবিদ্যাসাগরIshwar Chandra Vidyasagar.jpgসমাজ সংস্কারক এবং জ্ঞান বিশারদবাংলা বর্ণমালা এবং মুদ্রণব্যবস্থা সংশোধন করেন। বাংলায় হিন্দু বিধবা পুনর্বিবাহ সহ বিভিন্ন সামাজিক সংস্কারের প্রবর্তন করেন। যার ফলস্রুতিতে তিনি তার ছেলেকে বিধবা স্ত্রীর সাথে বিয়ে দিয়েছিলেন।
১০রাজা রামমোহন রায়Ram Mohan Roy 1964 stamp of India.jpgসমাজ সংস্কারকসতীদাহ প্রথা বিলোপ, বাল্যবিবাহ এবং সম্পত্তিতে নারীদের উত্তরাধিকারের মতো সামাজিক সংস্কারের পক্ষাবলম্বন করেন।
১১সৈয়দ মীর নিসার আলীতিতুমিরসৈয়দ মীর নিসার আলী তিতুমীর.jpgবিপ্লবীজমিদার এবং ব্রিটিশ ঔপনিবেশিক শাসকদের বিরুদ্ধে যুদ্ধের জন্য বিখ্যাত। ঐতিহাসিক বাঁশের কেল্লা নির্মাণ ও ব্রিটিশ সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করে কিংবদন্তী হয়ে ওঠেন।
১২লালন শাহ্‌Fakir Lalon Shah.jpgদার্শনিক                           বাংলার সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং ইতিহাসে সর্বাধিক সমাদৃত বাউল সাধক। তাকে চীনের কনফুসিয়াসের সাথে তুলনা করা হয়। ঠাকুরনজরুল ও অ্যালেন গিন্সবার্গের মতো বহু খ্যাতনামা সংস্কৃতিবানদের প্রভাবিত করেছেন।
১৩সত্যজিৎ রায়Satyajit Ray in New York.jpgচলচ্চিত্র নির্মাতা

একাডেমি সম্মানসূচক পুরস্কার

ভারতীয় দ্বিতীয় অস্কার বিজয়ী। ভারতীয় সিনেমায় নতুন যুগের প্রবর্তন করেন। আধুনিক যুগের বাংলা সাহিত্যে সবচেয়ে সফল লেখকদের একজন। সংগীত এবং চিত্রাঙ্কনেও প্রতিভার স্বাক্ষর রেখেছেন।
১৪অমর্ত্য সেনAmartya Sen NIH.jpgঅর্থনীতিবিদ

নোবেল পুরস্কার বিজয়ী

বিশিষ্ট ভারতীয় অর্থনীতিবিদ। অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ী।
১৫ভাষা আন্দোলনে শহীদভাষা শহীদ1952 Bengali Language movement.jpgবিশ্ববিদ্যালয় শিক্ষার্থী
ভাষা সৈনিক
১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি বাংলাকে অন্যতম সরকারি ভাষা হিসেবে মেনে না নেয়ার দাবিতে পাকিস্তান সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে গণমিছিলে গুলি করে হত্যা করা হয়। ১৯৯৯ সালে ইউনেস্কোর ঘোষণার পর দিনটি বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে উদযাপন করা হয়।
১৬মুহম্মদ শহীদুল্লাহMohammod Sohidullah.jpgশিক্ষাবিদবাংলা ভাষার একজন বিশিষ্ট শিক্ষাবিদ, বহুভাষাবিদ ও গবেষক ছিলেন।
১৭স্বামী বিবেকানন্দSwami Vivekananda Chicago, September 1893 (Harrison).pngধর্ম প্রচারকপাশ্চাত্য সমাজে হিন্দুধর্ম প্রচারক একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। যোগের একজন উল্লেখযোগ্য প্রচারক।
১৮অতীশ দীপঙ্করAtisha.jpgধর্ম প্রচারকএকজন বাঙালি বৌদ্ধ ভিক্ষু। বঙ্গে বৌদ্ধধর্ম নিয়ে আসেন এবং তিব্বত থেকে সুমাত্রা পর্যন্ত ধর্মপ্রচারে সাহায্য করেন।
১৯জিয়াউর রহমানZiaur Rahman 1979.jpgসামরিক কর্মকর্তা
রাষ্ট্রপতি
মুক্তিযোদ্ধা
রাজনীতিবিদ
বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের বীরদের মধ্যে অন্যতম। শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন। বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি। সার্কের প্রতিষ্ঠাতা।
২০হোসেন শহীদ সোহ্‌রাওয়ার্দীHuseyn Shaheed Suhrawardy.pngরাজনীতিবিদ
প্রধানমন্ত্রী
ব্রিটিশ শাসনামলে অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী হিসেবে এবং পরবর্তীকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকারী প্রভাবশালী বাঙালি রাজনীতিবিদ।


নবীনতর পূর্বতন