একনজরে
সাধারণ কোনো বিদেশী ইউনাইটেড স্টেটস-এ প্রবেশ করতে চাইলে তাকে সর্বপ্রথম যে ভিসা পেতে হবে সেটি হচ্ছে একটি অন-অভিবাসী ভিসা, সাময়িক কাল বাস করার জন্য প্রদত্ত ভিসা, অভিবাসী ভিসা বা স্থায়ী বাসিন্দা হওয়ার ভিসা হতে পারে। তবে, ভিসা ওয়েভার প্রোগ্রামের মাধ্যমে যোগ্যতা পূরণকারী দেশগুলির নাগরিকরা বিনা ভিসাতেই ইউনাইডেট স্টেটসে আসতে পারেন । সেই সমস্ত ভ্রমণকারী, যারা ভিসা ওয়েভার প্রোগ্রামের অধীনে ইউনাইটেড স্টেটসে আসছেন তাদের অবশ্যই ইলেক্ট্রনিক সিস্টেম ফর ট্রাভেল অথারাইজেশান(ইএসটিএ) সিস্টেম থেকে অনুমোদন নিতে হবে।
যদি আপনি ভিসা ওয়েভার প্রোগ্রামের জন্য যোগ্যতা পূরণ করতে ব্যর্থ হন বা যদি শিক্ষা বা কাজের সূত্রে বা কোনো বিনিময় প্রোগ্রামে অংশ নিতে আসেন বা অন্য যেকোনো উদ্দেশ্যে, যা বি ওয়ান /বি টু ভিসা উদ্দেশ্যগুলির অন্তর্ভূক্ত নয়, তাহলে সেক্ষেত্রে আপনার প্রয়োজন হবে একটি অন-অভিবাসী ভিসার।
একটি ভিসা ইউনাইটেড স্টেটসে আপনার প্রবেশাধিকার নিশ্চিত করেনা । ভিসা কেবল এই বিষয়টিকেই নির্দেশ করে যে ইউ.এস কনস্যুলার অফিসার নিশ্চিত হয়েছেন যে আপনি কোনো একটি নির্দিষ্ট উদ্দেশ্যে ইউনাইটেড স্টেটসে প্রবেশ করার জন্য আবেদন করার যোগ্যতা অর্জন করেছেন।
অন-অভিবাসী ভিসা সমূহ
অন-অভিবাসী ভিসা মূলত ব্যবহার করেন পর্যটক,ব্যবসায়ী,শিক্ষার্থি বা বিশেষত সেই সমস্ত কর্মিরা যারা কোনো একটি নির্দিষ্ট কার্য-প্রক্রিয়া সম্পন্ন করার জন্য নির্দিষ্ট সময়কালের জন্য ইউনাইটেড স্টেটসে যেতে চান। ইউ.এস ভিসা আইন ও নিয়মাবলী অনুসারে, অধিকাংশ অন-অভিবাসী
ভিসার ক্ষেত্রেই আবেদনকারীকে কনস্যুলার কাছে এটি দেখাতে হবে যে তাদের নিজ দেশের সাথে দৃঢ় বন্ধন আছে এবং অবশ্যই এটি দেখাতে হবে যে সাময়িক বসবাসের পর তারা ইউনাইটেড স্টেটস ছেড়ে যেতে আগ্রহী।
ভিসার প্রকারভেদ এবং আবেদন পত্রের ফি এর পরিমান
আবেদন মূল্যগুলি নীচে তালিকাভূক্ত করা হল এবং এটি একটি ভিসা আবেদনের জন্য প্রযোজ্য। সর্বাধিক প্রচলিত অন-অভিবাসী ভিসার আবেদন মূল্য হল US$160 (একশ ষাট ডলার)। এগুলির মধ্যে আছে পর্যটক, ব্যবসায়ী, ছাত্র এবং বিনিময় ভিসা। অধিকাংশ পিটিশন ভিত্তিক ভিসা যেমন অন-অভিবাসী কাজ বা ধর্মিয় ভিসা গুলির মূল্য হল US$190 (একশ নব্বই
ডলার)। কে শ্রেণীভুক্ত ভিসার মূল্য US$265 (দুইশত চল্লিশ ডলার)এবং ই ভিসাগুলির মূল্য US$205 ((দুইশত সত্তর ডলার)। নিচের টেবিলে ভিসার প্রকার এবং তাদের মূল্যের বিষয়ে আরো বিস্তারিত তথ্য প্রদান করা হল।
মূল্যের পরিমাণ (USD$) | মূল্যের পরিমাণ (BDT) | ভিসার প্রকার | বিবরণ |
---|---|---|---|
$160 | 13920.00 | বি | ব্যবসা/পর্যটন |
$160 | 13920.00 | সি-১ | ট্রান্সিট |
$160 | 13920.00 | ডি | জাহাজ/উড়োজাহাজ ক্রু |
$160 | 13920.00 | এফ | ছাত্র (অ্যাকাডেমিক) |
$160 | 13920.00 | আই | সাংবাদিক এবং সংবাদ মাধ্যম কর্মী |
$160 | 13920.00 | জে | বিনিময় পরিদর্শক |
$160 | 13920.00 | এম | ছাত্র (ভকেশনাল) |
$160 | 13920.00 | টি | মানব পাচারকারী চক্রের শিকার |
$160 | 13920.00 | টিএন/টিডি | এনএএফটিএ-এর পেশাদারীরা (তবে এই ফি সব টিডি ভিসা আবেদনকারিদের জন্য প্রযোজ্য নয়। যেমন ধরুন আপনার স্বামী/স্ত্রী যদি কানাডিয় নাগরিক হয়, তবে অন-কানাডিয় হিসাবে এম আর ভি আপনার জন্য প্রযোজ্য নয়। তবে এই ফি টি অবশ্যই প্রযোজ্য হবে যদি কানাডিয় টি এন আবেদনকারীর স্বামী/স্ত্রী মেক্সিকান নাগরিক হয়ে থাকেন।) |
$160 | 13920.00 | ইউ | অপরাধমূলক ক্রিয়াকলাপের শিকার |
$190 | 16530.00 | এইচ | সাময়িক কর্মি বা কর্মে প্রশিক্ষণরত |
$190 | 16530.00 | এল | সংস্থার অভ্যন্তরীণ বদলি |
$190 | 16530.00 | ও | অসাধারন বা ভিন্ন ধরনেরক্ষমতা সম্পন্ন ব্যক্তি |
$190 | 16530.00 | পি | ক্রিড়াবিদ, শিল্পী এবং বিনোদন কর্মী |
$190 | 16530.00 | কিউ | আন্তর্জাতিক সংস্কৃতি বিনিময় |
$190 | 16530.00 | আর | ধর্মিয় কর্মিবৃন্দ |
$265 | 23055.00 | কে | ইউ.এস নাগরিকের বাগদত্ত/বাগদত্তা বা পত্নী/স্বামী |
$205 | 17835.00 | ই | চুক্তি ভিত্তিক ব্যবসায়ী/বিনিয়োগকারী অস্ট্রেলিয়ান পেশাদার |
ভিসার প্রকার | বিবরণ | মূল্যের পরিমাণ (USD$) | মূল্যের পরিমাণ (BDT) |
---|---|---|---|
বি | ব্যবসা/পর্যটন | $160 | 13920.00 |
সি-১ | ট্রান্সিট | $160 | 13920.00 |
ডি | জাহাজ/উড়োজাহাজ ক্রু | $160 | 13920.00 |
ই | চুক্তি ভিত্তিক ব্যবসায়ী/বিনিয়োগকারী অস্ট্রেলিয়ান পেশাদার | $205 | 17835.00 |
এফ | ছাত্র (অ্যাকাডেমিক) | $160 | 13920.00 |
এইচ | সাময়িক কর্মি বা কর্মে প্রশিক্ষণরত | $190 | 16530.00 |
আই | সাংবাদিক এবং সংবাদ মাধ্যম কর্মী | $160 | 13920.00 |
জে | বিনিময় পরিদর্শক | $160 | 13920.00 |
কে | ইউ.এস নাগরিকের বাগদত্ত/বাগদত্তা বা পত্নী/স্বামী | $265 | 23055.00 |
এল | সংস্থার অভ্যন্তরীণ বদলি | $190 | 16530.00 |
এম | ছাত্র (ভকেশনাল) | $160 | 13920.00 |
ও | বিশেষ ক্ষমতা সম্পন্ন পেশাদারী ব্যক্তি | $190 | 16530.00 |
পি | ক্রিড়াবিদ, শিল্পী এবং বিনোদন কর্মী | $190 | 16530.00 |
কিউ | আন্তর্জাতিক সংস্কৃতি বিনিময় | $190 | 16530.00 |
আর | ধর্মিয় কর্মিবৃন্দ | $190 | 16530.00 |
টি | মানব পাচারকারী চক্রের শিকার | $160 | 13920.00 |
ইউ | অপরাধমূলক ক্রিয়াকলাপের শিকার | $160 | 13920.00 |
টিএন/টিডি | এনএএফটিএ-এর পেশাদারীরা | $160 | 13920.00 |
ভিসার প্রকার এবং যেক্ষেত্রে কোনো মূল্য লাগবেনা সেক্ষেত্রে শর্তাবলী
- এ, জি, সি-২ , সি-৩, ন্যাটো , এবং ডিপ্লোম্যাটিক ভিসার আবেদনকারীর ক্ষেত্রে ( যেমনটা ২২ সিএফআর ৪১.২৬ এ বর্ণণা করা হয়েছে);
- যেই সমস্ত আবেদনকারীরজে ভিসা যা ইউ.এস সরকারের দ্বারা প্রযোজিত কোনো নির্দিষ্ট শিক্ষাগত বা সাংস্কৃতিক বিনিময়ে অংশগ্রহণ করার জন্য ধার্যকৃত(সেই সমস্ত অনুষ্ঠান যার প্রোগ্রাম নম্বর জি-১, জি-২, জি-৩, জি-৭ দিয়ে শুরু হয়েছে) তাদের জন্য এম আর ভি ফি প্রযোজ্য নয়)।
- ভিসা অনুমোদনের এক বছরের মধ্যে মেশিন দ্বারা পড়তে পারা যায় এমন ভিসার দ্বারা বদলি, যখন মূল ভিসাটি যথাযথভাবে লাগানো হয়নি, কোন ধরনের ত্রুটি বা এমন কোনো কারণে ভিসাটির পূনরায় অনুমোদন প্রয়োজন যার জন্য আবেদনকারী নিজে দ্বায়ী নয়।
- আবেদনকারী আন্তর্জাতিক চুক্তির দ্বারা ছাড়প্রাপ্ত যাদের মধ্যে অন্তর্ভূক্ত আছে ইউএন সাধারণ দূতাবাস দ্বারা অনুমোদিত ইউনাইটেড নেশনস হেডকোয়াটার্সে একটি অবসার্ভার মিশনের সদস্য এবং কর্মি এবং তাদের প্রাথমিক পরিবার।
- আবেদনকারী কিছু নির্দিষ্ট দানকাজ সম্পন্নের উদ্দেশ্যে ভ্রমণ করতে চান
- ইউ.এস সরকারী কর্মচারি সরকারী কাজে ভ্রমন করতে চান , এবং;
- কোনো ইউ.এস সরকারী কর্মচারি যিনি কর্তব্যরত অবস্থায় মারা গেছেন , তার অবিভাবক, ভাই-বোন , স্ত্রীবা সন্তান, যারা তার অন্তিমক্রিয়ায় উপস্থিত হওয়ার জন্য যাত্রা করতে চান বা কোনো ইউ.এস সরকারী কর্মচারি যিনি কর্তব্যরত অবস্থায় গুরুতরভাবে আহত হয়েছেন তার অবিভাবক, ভাই-বোন , পত্নী বা সন্তান, যারা তার আপতকালীন চিকিতকার সময় তার সাথে দেখা করতে চান
অন্যান্য মূল্য
কিছুক্ষেত্রে অতিরিক্ত ভিসা মূল্য সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় ভিসা কেন্দ্রে , যে কোন মার্কিন দূতাবাসে বা কনস্যুলেটে বা হোমল্যান্ড সিকিউরিটিতে প্রদান করা হয়।
অন-অভিবাসী ভিসা “রেসিপ্রোসিটি” মূল্য
কিছু নির্দিষ্ট দেশের আবেদনকারীদের তাদের ভিসা অনুমোদনের পর একটি ভিসা বিমা মূল্য প্রদান করতে হবে । এই মূল্য গুলি “রেসিপ্রোসিটি”র উপর নির্ভরশীল (যা অন্যান্য দেশগুলি এই একই প্রকারের ভিসার জন্য ইউ.এস নাগরিকদের ধার্য করে)। ইউনাইটেড স্টেটস সম্ভবপর হলে ভিসা বিমা মূল্য খারিজ করার যথাসম্ভব চেষ্টা করে, তবে, যখন অন্যান্য দেশের সরকার ইউ.এস নাগরিকদের জন্য এই মূল্য নির্ধারন করে তখন সেই একই প্রকারের ভিসার জন্য ইউ.এস সরকারও সেই দেশের নাগরিকদের জন্য এই মূল্য ধার্য করে। ডিপার্টমেন্ট অফ স্টেটস এর ওয়েবসাইটে ভিসা রেসিপ্রোসিটি মূল্যের বিষয়ে আরো অধিক তথ্য আছে যার থেকে আপনি জানতে পারবেন যে আপনার দেশের ক্ষেত্রে এই ভিসা রেসিপ্রোসিটি মূল্য আদৌ প্রযোজ্য কিনা।
সেভিস মূল্য
স্টুডেন্ট এন্ড এক্সচেঞ্জ ভিসিটর ইনফরমেশান সিস্টেম (সেভিস) হল একটি ইন্টারনেট ভিত্তিক ব্যবস্থা যেটি এফ, এম এবং জে ভিসা আবেদনকারীদের যে সময় থেকে তারা তাদের প্রাথমিক কাগজপত্র পেয়েছেন (হয় আই-২০ বা ডিএস-২০১৯) যতক্ষণ না তারা গ্র্যাজুয়েট হচ্ছেন বা বিদ্যালয় ছেড়ে যাচ্ছেন বা প্রোগ্রামের নিস্পত্তি করছেন বা সেটি ছেড়ে যাচ্ছেন , ততক্ষণ অবধি তাদের সনাক্ত করে (এবং তাদের পরিবারের সদস্য) ।
এফ, এম এবং জে ভিসার মূল আবেদনকারীঃ আপনার ইউ.এস বিদ্যালয়ের থেকে এটি নিশ্চিত করুন যে আপনার তথ্যাদি সেভিস-এ নথিভূক্ত আছে। এক্ষেত্রে আপনাকে ভিসা আবেদনের মূল্য ছাড়া একটি অতিরিক্ত সেভিস মূল্য প্রদান করতে হবে। যেসমস্ত অন-অভিবাসী শিক্ষার্থিদের ফর্ম আই-২০ থাকে তাদের ক্ষেত্রে এই মূল্য US$350। অধিকাংশ বিনিময় পরিদর্শক, যাদের কাছে ফর্ম ডিএস-২০১৯ থাকে তাদের ক্ষেত্রে সেভিস মূল্য হল US$220 । আপনার ছাত্র বা বিনিময় পরিদর্শক ভিসা অনুমোদনের আগে আপনাকে অর্থপ্রদানের প্রমাণ পেশ করতে হবে । ইউ.এস দূতাবাস বা কনস্যুলেটে অর্থ প্রদান করা যাবেনা। সেভিস মূল্য প্রদান করার বিষয়ে নির্দেশাবলী আপনি এখানে পাবেন।
সেভিস মূল্যের ব্যতিক্রম
যে সমস্ত আবেদনকারীরা ইউ.এস সরকারের দ্বারা প্রযোজিত অনুষ্ঠানে (সেই সমস্ত অনুষ্ঠান যার প্রোগ্রাম নম্বর জি-১, জি-২, জি-৩, জি-৭ দিয়ে শুরু হয়েছে) অংশ নিতে যাচ্ছেন তাদের এই সেভিস মূল্য প্রদান করতে হবেনা ।
ব্লাঙ্কেট L ফি (জালিয়াতি প্রতিরোধ এবং সনাক্তকরণ ফি)
L স্টাটাসে ব্লাঙ্কেট পিটিটিশনের আওতায় প্রথমবার যারা প্রধান আবেদনকারি তাদেরকে অবশ্যই জালিয়াতি প্রতিরোধ এবং সনাক্তকরণ ফি ৫00$ প্রদান করতে হবে। এই ফি সাক্ষাৎকারের দিনে কনস্যুলার সেকশন এ কোষাধ্যক্ষ প্রদান করা উচিত।যদি পরবর্তি L ভিসার আবেদনটি নতুন ফরম I-129S এর ভিত্তিতে হয় তবে জালিয়াতি প্রতিরোধ এবং সনাক্তকরণ ফি আবারও সংগ্রহ করা হবে।
ব্যাংক এবং পেমেন্ট করার বিকল্প সমূহ/আমার ভিসা ফি প্রদান করুন
সংক্ষিপ্ত বিবরণ
শিশু সহ বেশির ভাগ আবেদনকারীকে তাদের ইউ.এস. ভিসার আবেদন প্রক্রিয়া সুরু করার জন্য একটি মেশিন রিডেবেল ভিসা ফি (এমআরভি) প্রদান করতে হয়। ইউ.এস. সরকার-বাধ্যতামূলক ফি এমন একটি ভিসা প্রক্রিয়াকরণ ফি যেটি ভিসা প্রদান করা হোক বা না হোক প্রদান করতে হয়।
এমআরভি ফি ফেরত যোগ্য এবং হস্তান্তর যোগ্য নয়। আবেদনকারীদের আবেদন জমা দেওয়ার আগে নির্ধারণ করতে হবে যে মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণের জন্য তাদের ভিসার প্রয়োজন আছে কিনা।
যে সকল ব্যক্তিদের ভিসার প্রয়োজন নাও হতে পারে তাদের কিছু উদাহরণ নিম্নে প্রদান করা হল, কিন্তু এই তালিকা সম্পূর্ণ নয়:
- আপনি যদি কর্মসূত্রে ভ্রমণের জন্য এ অথবা জি ভিসার আবেদন করেন তাহলে আপনাকে এমআরভি ফি প্রদান করতে হবে না
- আপনি যদি ইউ.এস. সরকারের পৃষ্ঠপোষকতা প্রাপ্ত কার্যক্রমে (যে সকল কার্যক্রম জি-1, জি-2, জি-3 এবং জি-7 দিয়ে শুরু হয়) অংশগ্রহণ করার জন্য জে ভিসার জন্য আবেদন করেন তাহলে আপনাকে এমআরভি ফি প্রদান করতে হবে না
- আপনি যে উদ্দেশ্যে ভ্রমণ করছেন সেই উদ্দেশ্যের জন্য আপনার কাছে যদি ইতিমধ্যেই বৈধ ভিসা থাকে তাহলে আপনার হয়তো ভিসার প্রয়োজন হবে না
- আপনি যদি কানাডা অথবা বারমুডার নাগরিক হন (কিন্তু এ, ই, জি, কে অথবা ভি বিভাগের ভিসার জন্য আবেদন করছেন না) তাহলে আপনার ভিসার প্রয়োজন নাও হতে পারে।
আপনাকে যদি ভিসার জন্য আবেদন করতে হয় তাহলে অনুগ্রহ করে নিম্নে প্রদত্ত পেমেন্টের নির্দেশাবলী অনুসরণ করুন। আবেদনকারীরা সফল ভাবে পেমেন্ট করার পরেই তারা তাদের সাক্ষাৎকারের জন্য অ্যাপয়েন্টমেন্টের সময় নির্ধারণ করতে পারবেন। যে সব আবেদনকারীরা তাদের ভিসার ধরনের জন্য সঠিক ফি প্রদান করবেন না তাদের সাক্ষাৎকারের জন্য সময় নির্ধারণ করতে নাও দেওয়া হতে পারে।
একবার প্রাথমিক সাক্ষাৎকারের সময় ধার্য করা হয়ে গেলে আবেদনকারীরা সীমিত সংখ্যক বার তাদের সাক্ষাৎকারের সময় পরিবর্তন করতে পারবেন। আপনি যদি আপনার ধার্য করা সাক্ষাৎকারের সময় আসতে না পারেন তাহলে আপনাকে আরেকটি সাক্ষাৎকারের সময় নির্ধারণ করার জন্য পুনর্বার এমআরভি ফি দিতে হতে পারে। অনুগ্রহ করে সেই মত পরিকল্পনা করুন যাতে আপনাকে অতিরিক্ত ভিসা আবেদনের ফি প্রদান করতে না হয়। ভিসা আবেদনের ফি ফেরত যোগ্য নয়। .
ইস্যুয়েন্স ফি (রেসিপ্রোসিটি ফি )
কিছু নির্দিষ্ট দেশের আবেদনকারীদের তাদের ভিসা অনুমোদনের পর একটি ভিসা বিমা মূল্য প্রদান করতে হবে । এই মূল্য গুলি “রেসিপ্রোসিটি”র উপর নির্ভরশীল (যা অন্যান্য দেশগুলি এই একই প্রকারের ভিসার জন্য ইউ.এস নাগরিকদের ধার্য করে)। দয়া করে নিশ্চিত হন যে আপনি পারস্পরিক ফি প্রদান করবেন আগাম শুধুমাত্র যদি আপনি আপনার আগের পুনর্নবীকরণ এবং সাক্ষাতকার অব্যাহতি চ্যানেলের মাধ্যমে আপনার আবেদন জমা দেওয়ার জানতে পারবেন যে আপনার দেশের ক্ষেত্রে এই ভিসা রেসিপ্রোসিটি মূল্য আদৌ প্রযোজ্য কিনা।
প্রযোজ্য রেসিপ্রোসিটি ফি-এর পরিমাণ জানতে অনুগ্রহ করে এই পেজটি দেখুন।
>আপনার ভিসা ফি প্রদান করার নির্দেশাবলী
বাংলাদেশে আপনি যে কোন ইষ্টার্ণ ব্যাংক লি: (EBL) শাখায় সশরীরে উপস্থিত হয়ে আপনার ভিসা ফি প্রদান করতে পারেন। আপনাকে অবশ্যই প্রথমে আবেদনকারীদের সাইটে গিয়ে নিবন্ধন করতে হবে এবং পেমেন্ট করার বিকল্প সমূহের বিবরণ দেখার জন্য ‘আপনার অ্যাপয়েন্টমেন্টের সময় নির্ধারণ করুন’ অপশন নির্বাচন করতে হবে। ধাপগুলির জন্য নিচে দেখুন:
ধাপ 1
আমাদের অনলাইন আবেদনকারী সিস্টেমে লগইন করুন এবং একটি প্রোফাইল তৈরি করুন। এটা সঠিক পরিমাণ অর্থরাশি প্রদান করা এবং সময় মত সক্রিয় করা নিশ্চিত করবে। অর্থের পরিমাণ মার্কিন ডলারে (ইউএসডি) প্রদর্শন করা হয়; কিন্তু আপনি বাংলাদেশে প্রদান করলে ফি বাংলাদেশি টাকায় (বিডিটি) প্রদেয় হবে। বিভিন্ন ভিসা আবেদনের ফি সম্পর্কে এইপৃষ্ঠায় আরও তথ্য পাবেন।.
ধাপ 2
আপনার স্ক্রিনের বাঁদিকে আমার অ্যাপয়েন্টমেন্টের সময় নির্ধারণ করুন অপশনে ক্লিক করুন। ভিসার ধরন, পোস্ট, ভিসার বিভাগ এবং ভিসা শ্রেণীর ধাপগুলি সম্পূর্ণ করুন।
ধাপ 3
আপনি যখন পেমেন্ট স্ক্রিনে যাবেন তখন পেমেন্ট বিকল্প সমূহতে ক্লিক করুন। আপনি নির্বাচিত এইচএসবিসি লোকেশনে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য আপনার সিজিআই ডিপোজিট স্লিপ প্রিন্ট করবেন। ইষ্টার্ণ ব্যাংক লি: (EBL) ব্যংকের নির্ধারিত শাখায় আপনার ফি প্রদান করার জন্য এই স্লিপের তিন কপি প্রিন্ট করে সঙ্গে আনতে হবে। আপনি যদি আপনার পরিবার বা দলের জন্য একাধিক ভিসার জন্য আবেদন করেন তাহলে মাত্র একটি পেমেন্ট করা প্রয়োজন।
বিডিটি অর্থরাশির পরিমাণ কন্স্যুলার মুদ্রার বিনিময় হারের ওপর ভিত্তি করে ইউ.এস. ডিপার্টমেন্ট অফ স্টেট দ্বারা নির্ধারিত হয়। যে সব আবেদনকারীরা তাদের ভিসার ধরনের জন্য সঠিক ফি প্রদান করবেন না তাদের সাক্ষাৎকারের সময় নির্ধারণ করতে নাও দেওয়া হতে পারে।
ধাপ 4
আপনার ভিসা ফি প্রদান করার জন্য যে কোন ইষ্টার্ণ ব্যাংক লি: (EBL) লোকেশনে আসুন। আপনি যখন ভিসা ফি প্রদান করবেন তখন আপনি স্বীকার করবেন যে এটা ভিসা আবেদন প্রক্রিয়াকরণের জন্য একটি অ-ফেরত যোগ্য ফি যা আবেদন প্রক্রিয়াকরণের পূর্বশর্ত রূপে আবশ্যিক। এটা আবেদনকারীর সঙ্গে কোন চুক্তির বিদ্যমানতা নির্দেশ করে না এবং এটি সফল আবেদনও নিশ্চিত করে না। আবেদনের ফলাফল যাই হোক না কেন টাকা ফেরত দেওয়ার কোন সম্ভাবনা নেই।
ধাপ 5
আপনি ভিসা আবেদনের ফি প্রদান করার পরে নিজের রেকর্ডের জন্য ইষ্টার্ণ ব্যাংক লি: (EBL) ব্যাংক ক্যাশিয়ার রসিদটি সংরক্ষণ করুন। এটি হারিয়ে গেলে আর প্রতিস্থাপন করা যাবে না। আপনি সিজিআই রেফারেন্স নম্বর ছাড়া আপনার অ্যাপয়েন্টমেন্টের সময় নির্ধারণ করতে পারবেন না।
ধাপ 6
আপনি একবার ভিসা ফি প্রদান করে দিলে পরবর্তী কাজের দিন সকাল 1100 টায় আপনি আপনার সাক্ষাৎকারের জন্য সময় নির্ধারণ করতে পারবেন। আপনার প্রোফাইলে লগইন করুন এবং আপনার রসিদ নম্বরের সঙ্গে আপনার অ্যাপয়েন্টমেন্টের সময় নির্ধারণ করুন-এর ধাপগুলি সম্পূর্ণ করুন।
ফি প্রদানের বিকল্প সমূহ
যে কোন ইস্টার্ন ব্যাংক লিমিটেড (EBL) শাখা তে নগদ:
ধাপ 1: আপনি ইষ্টার্ণ ব্যাংক লি: (EBL) যে কোন শাখায় আপনার অ-অভিবাসী ভিসা (এনআইভি) আবেদনের ফি নগদে প্রদান করতে পারেন। পেমেন্ট করার লোকেশনে যাওয়ার আগে আপনাকে আপনার ইউ.এস. ভিসা ফি কালেকশন স্লিপ, যা আপনার প্রোফাইলে লগইন করে পাওয়া যায়, সেটি প্রিন্ট করে সঙ্গে নিয়ে আসতে হবে।
ডিপোজিট স্লিপের একাধিক কপি প্রিন্ট করবেন না। আপনি যদি নিজের পরিবার বা দলের জন্য একাধিক ভিসার জন্য আবেদন করেন তবে কেবলমাত্র একটি মাত্র পেমেন্ট করা প্রয়োজন। কেবলমাত্র একটি CGI ডিপোজিট স্লিপ প্রয়োজন। আপনার ফি দিতে আপনার সাথে মুদ্রিত আমানত স্লিপ নিন। নিশ্চিত হন যে আপনি আমানতের স্লিপে উল্লিখিত সঠিক পরিমাণটি পরিশোধ করেছেন।
ধাপ 2: EBL শাখায়, আপনাকে ইউএস ভিসা ফি প্রদানের জন্য দ্বিতীয় কাস্টমাইজড ডিপোজিট স্লিপটি সম্পূর্ণ করতে বলা হবে। আপনার CGI সংগ্রহ স্লিপ থেকে সমস্ত প্রাসঙ্গিক ডেটা অবশ্যই আপনাকে ইবিএল স্লিপে অন্তর্ভুক্ত করতে হবে। ইবিএল ডিপোজিট স্লিপগুলি 2 প্লাইতে হবে (কার্বনাইজড কপি)। শাখাটি একটি অনুলিপিটিতে "রসিদ" সীল দিয়ে এবং তহবিল প্রাপ্তির প্রমাণ হিসাবে আবেদনকারীকে ফিরে দিবে এবং তার রেকর্ডের জন্য অন্যটিকে সংরক্ষণ করবে।
সিজিআই রেফারেন্স নম্বর সহ আপনার রসিদটি সংরক্ষণ করুন। এটি হারিয়ে গেলে পুনরায় প্রতিস্থাপন করা যাবে না। আপনি আপনার সিজিআই রেফারেন্স নম্বর ছাড়া আপনার অ্যাপয়েন্টমেন্টের জন্য সময় নির্ধারণ করতে পারবেন না।
আপনার সাক্ষাৎকারের জন্য সময় নির্ধারণ
আপনি অনলাইনে অথবা আমাদের কল সেন্টারে যোগাযোগ করে, যে ভাবেই আপনার অ্যাপয়েন্টমেন্টের সময় নির্ধারণ করুন না কেন, আপনার কাছে প্রিন্ট করা ডিপোজিট স্লিপের সিজিআই রেফারেন্স নম্বর থাকা আবশ্যিক।
EBL Receipt
ইষ্টার্ণ ব্যাংক লি: (EBL)-তে নগদে
প্রক্রিয়াকরণের সময়সীমা সম্পর্কে জানতে নিচের টেবিলটি দেখুন
পেমেন্ট করার সময় | সাক্ষাৎকার বুক করা |
---|---|
সস্থানীয় সময় বিকাল 4-০০টার আগে অর্থপ্রদান করুন. (রবিবার থেকে বৃহস্পতিবার) | পরের কার্য দিবসের স্থানীয় সময় সকাল 11টা উদাহরণ: আপনি যদি সোমবার বিকেল 4 টার আগে অর্থ প্রদান করেন তাহলে আপনার রসিদ মঙ্গলবার সকাল 11টার পরে সক্রিয় হবে |
ফর্ম ডিএস- ১৬০ তথ্যাদি
একনজরে
শিশু সমেত প্রত্যেক আবেদনকারীর কাছে তাদের নিজের ফর্ম ডিএস-১৬০ ভিসা আবেদনপত্র থাকতে হবে।ইউ.এস দূতাবাস বা কনস্যুলেটে আপনার সাক্ষাতকারের আগে ফর্ম ডিএস-১৬০ টিকে অবশ্যই অনলাইনে সম্পূর্ণ করতে হবে এবং জমা দিতে হবে। আপনার সাক্ষাতকারটি নথিভূক্ত করার জন্য ফর্ম ডিএস- ১৬০ এর নিশ্চিতকরণ পেজে প্রদত্ত বারকোড নম্বরটি প্রয়োজন। ফর্ম ডিএস- ১৬০ টিকে অবশ্যই অনলাইনে জমা করতে হবে। ইউ.এস দূতাবাস বা কনস্যুলেট হাতে লেখা বা টাইপ করা আবেদনপত্র গ্রহণ করবেনা এবং ডিএস- ১৬০ কনফারমেশান পেজ ছাড়া আপনাকে সাক্ষাতকারে উপস্থিত হওয়ার অনুমতি দেওয়া হবেনা।
যখন আপনি আপনার ডিএস- ১৬০ তে ইলেক্ট্রনিক উপায়ে স্বাক্ষর করবেন, তখন আপনি স্বীকার করছেন যে এখানে প্রদান করা সমস্ত তথ্য সত্য ও সঠিক। যেকোনো তথ্যে কোনো রকম অসঙ্গতির কারণে আপনাকে ইউনাইটেড স্টেটসে প্রবেশের ক্ষেত্রে অযোগ্য বলে বিবেচনা করা হতে পারে। দয়া করে বারবার মিলিয়ে দেখুন যে আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর সঠিক ভাবে দিয়েছেন।
দ্রষ্টব্যঃ ডিএস-১৬০ পূর্ণ করার বিষয়ে যাবতীয় প্রশ্নের উত্তর আপনি পাবেন নিম্নলিখিত ওয়েবসাইটে
ফর্ম ডিএস-১৬০ পূর্ণ করার নির্দেশাবলী
অ-অভিবাসী ভিসা আবেদন প্রক্রিয়া খতিয়ে দেখার পর আপনার ফর্ম ডিএস-১৬০ টি সম্পূর্ণ করে জমা দিন । ইউ.এস দূতাবাসে বা কনস্যুলেটে সাক্ষাতকারের সময়কাল নির্ধারনের পূর্বে আপনাকে অবশ্যই অনলাইনে ডিএস-১৬০ আবেদনপত্র টি জমা করতে হবে।
- আপনি ফর্ম ডিএস-১৬০ এর প্রথমে যে দূতাবাস বা কনস্যুলেটটিকে বেছে নেবেন সেটি যেন সেই একই দূতাবাস বা কনস্যুলেট হয় যেখানে আপনি সাক্ষাতকার নির্ধারন করেছেন।
- যেখানে আপনাকে আপনার নিজ ভাষায় আপনার সম্পূর্ণ নাম প্রদান করতে বলা হয়েছে, সেখানে ছাড়া বাকি সমস্ত ক্ষেত্রে আপনাকে প্রশ্নের জবাব দিতে হবে ইংরাজীতে এবং ইংরাজী অক্ষরের দ্বারা।
- ডিএস-১৬০ প্রক্রিয়ার অংশ হিসেবে আপনাকে গত ছয় মাসের মধ্যে তোলা একটি ছবি আপলোড করতে হবে। একটি উত্তম ছবি তোলা ও আপলোড করার নির্দেশাবলী আপনি পাবেন ইউ.এস ডিপার্টমেন্ট অফ স্টেটসের ওয়েবসাইটে এখানে।
- আপনি যদি ২০ মিনিটের অধিক সময় এই আবেদনপত্রে কিছু না করেন তাহলে আপনার সেশানটির সময়সীমা অতিবাহিত হয়ে যাবে । আপনাকে পুনরায় শুরু করতে হবে, যদি না আপনি আপনার আবেদনের আইডি টি লিখে রাখেন বা আপনার আবেদনটি কম্পিউটারে একটি ফাইলে সেভ করে রাখেন। পেজের উপরে ডানদিকের কোনায় প্রদর্শিত হওয়া আবেদনের আইডিটি লিখে রাখুন । যদি আপনার আবেদনটি জমা দেওয়ার আগে আপনাকে আপনার ব্রাউসার বেছে নিতে হয় তাহলে আপনার আবেদনটিকে বজায় রাখার জন্য আপনার এই আবেদন আইডি টির প্রয়োজন হবে।
- সম্পূর্ণ করা ফর্ম ডিএস-১৬০ আবেদন পত্রটি আলফা –নিউম্যারিক বারকোড নিশ্চিতকরন পেজ প্রস্তুত করবে। এই পেজটিকে প্রিন্ট করুন। এই প্রিন্ট করা কনফারমেশান পেজটি ইউ.এস দূতাবাস বা কনস্যুলেটের সাক্ষাতকারে প্রয়োজন হবে।
- আপনি বারকোড কনফারমেশান পেজটি প্রিন্ট নিয়ে নিলে আপনার ওয়েব ব্রাউসারের “ব্যাক”বাটন-এ ক্লিক করুন এবং তারপর ডিএস-এ৬০-এর একটি ব্যাকআপ প্রতিরূপ নিজেকে মেইল করে রাখুন। এই সংযুক্ত ফাইলটি পিডিএফ ফরম্যাটে থাকবে যেটি দেখতে বা প্রিন্ট করতে আপনার Adobe Acrobat প্রয়োজন হবে।
ভিসা এ্যাপয়ন্টমেন্ট এবং প্রক্রিয়ার সময়সীমা
একনজরে
অগ্রিম ভ্রমন পরিকল্পনা এবং দ্রুত ভিসা আবেদন জরুরী। যদি আপনি ইউ এস এ তে অস্থায়ী ভ্রমনের উদ্দেশ্যে নন ইমিগ্রেন্ট ভিসার জন্য আবেদন করতে চান ,অনুগ্রহ করে ভিসা এপয়ন্টমেন্ট এবং প্রক্রিয়াকরণের সময়সীমা সম্পর্কিত তথ্য পর্যালোচনা করতে ভিসিট করুন এই লিঙ্ক.
কিছু প্রত্যাক্ষীত ভিসা আবেদনের ক্ষেত্রে অতিরিক্ত প্রশাসনিক প্রক্রিয়াকরণের প্রয়োজন হতে পারে। যখন প্রশাসনিক প্রক্রিয়াকরণের প্রয়োজন হবে, তখন সাক্ষাতকার শেষে, কনস্যুলার অফিসার আবেদনকারী কে তা জানিয়ে দিবেন। প্রশাসনিক প্রক্রিয়াকরণের সময়কাল প্রত্যেক ঘটনার স্বতন্ত্র পরিস্থিতির উপর নির্ভর করে। জরুরি ভ্রমণের ক্ষেত্র ব্যতীত (যেমন গুরুতর অসুস্থতা, আঘাত বা পরিবারের নিকটবর্তী কারো মৃত্যুতে), প্রশাসনিক প্রক্রিয়াকরণের অবস্থার সম্পর্কে অনুসন্ধান করার আগে আবেদনকারীদেরকে সাক্ষাতকারের তারিখ বা অতিরিক্ত কাগজপত্র জমা দেওয়ার তারিখের মধ্যে যেটি পরে হয়েছে, তার থেকে কমপক্ষে ১৮০ দিন অপেক্ষা করতে হবে।
নন ইমিগ্রেন্ট ভিসা আবেদনের সাক্ষাৎকার এবং ভিসা প্রক্রিয়াকরণের অপেক্ষার সময়সীমা পৃথক। উভয়ের সময়সীমাি এই ওয়েবসাইটে জানতে পারবেন। মনে রাখবেন, “ননইমিগ্রেন্ট ভিসা প্রক্রিয়াকরণের জন্য অপেক্ষার সময়সীমা” দেশের তথ্যের সময় প্রশাসনিক প্রক্রিয়াকরণের সময়সীমা অন্তর্ভুক্ত নয়। আবেদনকারীর কাছে পাসপোর্ট পৌছানোর সময়সীমার মধ্যে এই প্রক্রিয়াকরণের সময়সীমা অন্তর্ভুক্ত নয়।
সাক্ষাৎকারের জন্য অপেক্ষার সময়সীমা
ইহা U.S. Embassy অথবা কনস্যুলেট এ সাক্ষাৎ পাওয়ার জন্য অপেক্ষার সময়সীমা নির্ধারণ করে।
প্রক্রিয়াকরণের সময়সীমা
কনস্যুলার অফিসারের ভিসা মঞ্জুরের সিদ্ধান্তের পর পাসপোর্ট সংগ্রহের জন্য প্রস্তুত হতে অথবা কুরিয়ার এর মাধ্যমে সরবরাহের সময়সীমাই হচ্ছে ভিসা প্রক্রিয়াকরনের অপেক্ষার সময়।
সাক্ষাতকারের সময় নির্ধারণ
ছবি এবং আঙ্গুলের ছাপ
একনজরে
একটি অন-অভিবাসী ভিসার জন্য আবেদন করার সময় আপনাকে ফর্ম ডিএস-১৬০ পূর্ণ করা ও জমা করার অংশ হিসেবে বিগত ছয় মাসের মধ্যে তোলা একটি ডিজিটাল ছবি আপলোড করতে হবে। এছাড়াও আপনাকে ইউ.এস দূতাবাস বা কনস্যুলেটে সাক্ষাতকারে আসার দিন আরেক কপি ছবি নিয়ে আসতে হবে। আপনি যখন আপনার সাক্ষাতকারের জন্য ইউ.এস দূতাবাস বা কনস্যুলেটে আসবেন তখন আপনার আঙ্গুলের ছাপও নেওয়া হবে।
ডিজিটাল ছবির প্রয়োজনীয়তা
আপনার ভিসা আবেদনের ছবিটিকে তার আকার ও বিষয়বস্তু সম্বন্ধিয় নির্দিষ্ট কিছু মাপকাঠি মেনে চলতে হবে। যে ছবি গুলি এই মাপকাঠি মেনে তোলা হয়নি , সেই ছবি আপলোড করলে আপনার ভিসা আবেদনের প্রক্রিয়াটিতে বিলম্ব হবে। ফর্ম ডিএস-১৬০ তে আপলোড করা ডিজিটাল ছবি গুলিকে অবশ্যই গত ছয় মাসের মধ্যে তুলতে হবে এবং এগুলিকে অবশ্যই নিচের ছবিতে দেখাতো নির্দেশাবলী মেনে চলতে হবে।
যদি আপনার ছবিটি প্রয়োজনীয় শর্ত পূরণ না করে, এমনকি ভিসা আবেদন প্রক্রিয়া যদি এটিকে ডিজিটাল ছবি আপলোড হিসেবে গ্রহন করে তবুও, ভিসার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পূর্বেই আপনাকে একটি নতুন ছবি জমা দিতে হবে।
মাথার মাপ
আপনার মাথার উচ্চতা, যা মাপা হয় চুল সমেত আপনার মাথার উপরিতল থেকে আপনার থুতনির নিচ অবধি, তা হতে হবে ছবির মোট উচ্চতার ৫০ থেকে ৭০ শতাংশ। আপনার চোখের উচ্চতা , যা মাপা হয় ছবির নিচের থেকে আপনার চোখের লেভেল অবধি, তা হতে হবে ৫৫% থেকে ৭০% - বা মোটামুটি ছবির উচ্চতার ২/৩ অংশ।
দৃষ্টি আকর্ষণ করছি
১লা নভেম্বর, ২০১৬ থেকে, চশমা পরিহিত ছবি কোনোভাবেই আর ভিসার জন্য অনুমোদিত হবেনা। ছবি জমা দেয়ার বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে নিম্নলিখিত ওয়েবসাইটটি ভিজিট করুন: https://travel.state.gov/content/travel/en/us-visas/visa-information-resources/photos.html
ছবির মাপ
আপনার ছবিটি হতে হবে বর্গাকার , অর্থাৎ ছবিটির উচ্চতা ও ছবিটির প্রস্থ সমান মাপের হতে হবে। আপনার ছবির সর্বনিম্ন মাপ হল ৬০০ পিক্সেল X ৬০০ পিক্সেল (উচ্চতাXপ্রস্থ)। সর্বাধিক মাপটি হল ১২০০ পিক্সেল X ১২০০ পিক্সেল (উচ্চতাXপ্রস্থ)।
সফলভাবে ছবির শীর্ষ দিক নির্ধারনের ৭ টি ধাপ
Head Orientation
আপনার ভিসার জন্য ছবি তোলার সময় তার শীর্ষ দিক নির্ধারন গুরুত্বপূর্ণ । নিজেকে ছবিটির মধ্যে এমনভাবে স্থাপন করুন যাতে আপনার সমস্ত মুখমণ্ডল দৃশ্যমান হয়। সরাসরি ক্যামেরার দিকে মুখ করুন এবং নিজের চোখদুটি খোলা রাখুন।
ফ্রেমটিকে পূর্ণ করুন
আপনার ছবিতে আপনার সম্পূর্ণ মস্তক দৃশ্যমান হওয়া আবশ্যক, আপনার চুলের উপর থেকে আপনার থুতনির নিচ অবধি। একটি ভালো ছবিতে আপনার মাথার মাপ হবে ১-১-৩/৮ ইঞ্চি (২৫ থেকে ৩৫ এমএম), বা ছবির উচ্চতার ৫০%-৭০% ভরাট করুন। এইভাবেঃ
মাঝখানে অবস্থান করুন
ফ্রেমের মধ্যে আপনার মাথাটিকে মাঝ বরাবর অবস্থিত করুন।
আপনার চক্ষু প্রদর্শন করুন
আপনার চোখদুটি খোলা রাখুন। নিচ থেকে ছবির ২/৩ অংশে আপনার ছোখ থাকা উচিৎ । বা ১-১/৮ ইঞ্চি থেকে ১-৩/৮ ইঞ্চির মধ্যে (২৮ এমএম এবং ৩৫ এমএম) – ছবির নিচ থেকে প্রায় ৬০%
পটভূমি
ছবিতে আপনার পিছনের অংশ মসৃন থাকতে হবে এবং এটি সাদা রঙের হতে হবে। ভালো ফলাফল পাওয়ার জন্য একটি সাদা রঙের পটভূমির সামনে বসুন ।
ছায়া সরিয়ে দিন
এমন ভাবে বসুন যাতে আপনার মুখ যথেষ্ঠ পরিষ্কারভাবে দেখা যায় এবং যাতে বিঘ্ন সৃষ্টিকারী কোন ছায়া আপনার মুখে বা পটভূমিতে না পড়ে।
গম্ভীর থাকুন এবং নিজেকে স্বাভাবিক রাখুন
ছবি তোলার সময় আপনার মুখমণ্ডলে একটি স্বাভাবিক অভিব্যক্তি রাখুন যেমনটা এখানে দেখানো হলঃ
আচ্ছাদনকারী এমন কিছু পরিধান করবেন না যা আপনার চুল বা চুলের রেখাকে আবৃত করে রাখে যদি না বিশেষ কোন ধর্মীয় কারন থেকে থাকে। আপনার সমগ্র মুখটি পরিদর্শিত হতে হবে এবং মাথার পরিধান যেন আপনার মুখে কোন ধরনের ছায়া না ফেলে।
আঙ্গুলের ছাপ
ভিসা সাক্ষাতকারের অংশ হিসেবে ইউ.এস দূতাবাস বা কনস্যুলেটে ভিসা আবেদনকারীর আঙ্গুলের ছাপ নেওয়া হয় । ভিসা আবেদনের প্রক্রিয়ার সময়কালে , সাধারনত সাক্ষাতকারের সময় , কালি বিহীন একটি ডিজিটাল মেশিনে আঙ্গুলের ছাপ অতি দ্রুত নিয়ে নেওয়া হয়। কিছু আবেদনকারীর ক্ষেত্রে আঙ্গুলের ছাপ প্রয়োজন হয়না, এদের মধ্যে অন্তর্ভূক্ত হলেনঃ
- সেই সমস্ত আবেদনকারী যারা সরকারী কাজে যাত্রা করছেন , এ-৩ এবং জি-৫
- আবেদনকারী ছাড়া১৪ বছরের কম বয়সী বা ৭৯ বছরের অধিক বয়সী আবেদনকারীরা
ভিসা ওয়েভার প্রোগ্রাম
একনজরে
ভিসা ওয়েভার প্রোগ্রাম (ভিডাব্লিউপি) কিছু নির্দিষ্ট দেশের নাগরিকদের ইউনাইটেড স্টেটসে ব্যক্তিগত ভ্রমণের বা ব্যবসার জন্য (পরিদর্শক বি ওয়ান/বি টু ভিসা উদ্দেশ্যে) বিনা ভিসায় ৯০ বা তার কম সংখ্যক দিন বসবাসের জন্য অনুমতি প্রদান করে। সমস্ত দেশ ভিডাব্লিউপি তে অংশ নেয় না ,এবং সমস্ত ভিডাব্লিউপি দেশের ভ্রমণকারীরা এই প্রোগ্রামটি ব্যবহার করার জন্য যোগ্য নাও হতে পারেন। ভিডাব্লিউপি ভ্রমণকারীদের ইলেক্ট্রনিক সিস্টেম ফর ট্রাভেল অথরাইজেশান(ইএসটিএ) এর মাধ্যমে অনুমোদনের জন্য আবেদন করতে হবে।এদের ইউনাইটেড স্টেটসে প্রবেশ করার সময় তাদের বিমান বা সামুদ্রিক বন্দরে পর্যবেক্ষণ করা হয় এবং ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিওরিটির ইউএস-পরিদর্শন প্রোগ্রামে নথিভুক্ত করা হয়।
এনডোররা অসট্রেলিয়া অসট্রিয়া বেলজিয়াম ব্রুনেই চেক রিপাব্লিক ডেনমার্ক এসটোনিয়া ফিনল্যান্ড ফ্রান্স জার্মানী গ্রীস | হাঙ্গেরি আইসল্যান্ড আয়ারল্যান্ড ইটালি জাপান লাতভিয়া লিচটেনস্টেইন লিথুয়ানিয়া লুক্সেমবার্গ মল্টা মোনাকো নিউজিল্যান্ড | নরওয়ে পোল্যান্ড পোর্তুগাল রিপাব্লিক অফ কোরিয়া সান মারিনো সিঙ্গাপুর স্লোভাকিয়া স্লোভেনিয়া স্পেন সুইডেন সুইজারল্যান্ড তাইওয়ান দ্য নেদারল্যান্ড ইউনাইটেড কিংডম |
সদস্য দেশগুলির নাগরিকরা ভ্রমণ বা ব্যবসার কারণে 90 দিন বা তার কম দিনের বসবাসের ক্ষেত্রে বিনা ভিসায় যাত্রা করতে পারেন যদি তারা নিম্নলিখিত প্রয়োজনীয়তাগুলি পূরণ করেনঃ
- ইন্টিগ্রেটেড চিপ সমেত পাসপোর্ট প্রক্রিয়াকরণ (ই-পাসপোর্ট)
- ইলেক্ট্রনিক সিস্টেম ফর ট্রাভেল অথরাইজেশান(ইএসটিএ) এর মাধ্যমে অনলাইনে নথিভুক্ত করুণ এবং ,
- নিচের সাধারণ ভিডাব্লিউপি শর্তাবলী পূরণ করুণ
কানাডা, মেক্সিকো এবং বারমুডা ব্রিটিশ প্রবাসী অঞ্চলগুলির নাগরিক, অনুগ্রহ করে State Department's Travel website পরিদর্শন করুন
* এই পেজের “দেশ” বা “দেশ গুলির” সূত্রসম্বন্ধের পরিপ্রেক্ষিতে এটি লক্ষ্য করতে হবে যে 1979 এর তাইওয়ান রিলেশান আইন, পাব. এল. সংখ্যা 96-8 , বিভাগ 4(b)(1), এটি প্রদান করে যে “যখনই ইউনাইটেড স্টেটসের আইন বৈদেশিক দেশে, রাজ্য, সরকার বা এইজাতীয় কোনো কিছুর সাথে সম্বন্ধযুক্ত হয় , তখন এহেন শব্দগুলি অন্তর্ভূক্ত হতে হবে এবং তাইওয়ানের সাপেক্ষে এজাতীয় আইন গুলি প্রযোজ্য হবে”। 22 ইউ.এস.সি & 3303(b)(1) . **
যোগ্যতা
ভিসা ওয়েভার প্রোগ্রামের সাহায্যে ইউনাইটেড স্টেটসে প্রবেশ করার জন্য ভ্রমণকারীদের কাছে নিম্নলিখিতগুলি অবশ্যই থাকতে হবেঃ
- উপরের তালিকায় উক্ত দেশগুলির যেকোনো একটির নাগরিকত্ব এবং ভিডাব্লিউপি-কমপ্লায়েন্ট পাসপোর্ট থাকতে হবে।
- ইএসটিএ-এর অনুমোদন থাকতে হবে।
- 90 বা তার কম সংখ্যক দিনের জন্য ইউনাইটেড স্টেটসে বসবাস; এবং,
- যদি নিম্নলিখিত কারন গুলির জন্য যাত্রা করা হয়ঃ
এ. ব্যাবসা - আপনার পরিকল্পিত যাত্রার উদ্দেশ্য হল আপনার ব্যবসায়ের বিষয়ে আলোচনা করা; বিজ্ঞানভিত্তিক, শিক্ষাগত, পেশাগত বা ব্যবসায়িক কারণে বৈঠক ,বা নির্দিষ্ট তারিখে কনফারেন্স যা কোনো সম্পত্তির নিষ্পত্তি ঘটায় বা একটি চুক্তিকে চূড়ান্ত করে।
বি. আনন্দ/পর্যটন – আপনার পরিকল্পিত যাত্রার উদ্দেশ্য হল বিনোদনমূলক যার মধ্যে অন্তর্ভূক্ত আছে, পর্যটন, ছুটি, বন্ধু ও আত্মিয়দের সাথে দেখা করতে যাওয়া, বিশ্রাম, চিকিৎসা, ভাতৃসুলভ আচরণ , সামাজিক, বা পরিবেশের সেবা, এবং অংশ নেবে এমন শিক্ষানবিশ যারা এর বিনিময়ে কোনো অর্থ পাবেনা , সঙ্গীতে , খেলাধূলায় এবং এজাতীয় ক্রিয়াকলাপ বা প্রতিযোগিতায়।
সি. ট্রান্সিট – যদি আপনি অন্য কোথাও যাওয়ার পথে ইউনাইটেড স্টেটসের মধ্য দিয়ে যাত্রা করেন।
এবং যদি আকাশ বা জলপথে ইউনাইটেড স্টেটসে প্রবেশ করেন তাহলেঃ
- তাহলে ফেরত যাওয়ার টিকিট নিজের কাছে রাখুন । যদি ইলেক্ট্রনিক টিকিটের সাহায্যে যাত্রা করে থাকেন তাহলে ইমিগ্রেশান ইন্সপেক্টারকে দেখানোর জন্য তার একটা ফটোকপি নিজের কাছে রাখতে হবে। যে যাত্রীদের কাছে মেক্সিকো,কানাডা,বার্মুডা বা ক্যারেবিয়ান দ্বীপপুঞ্জের টিকিট থাকবে তাদের অবশ্যই সেই দেশের বাসিন্দা হতে হবে।
- যে আকাশপথের বা জলপথের যান এই প্রোগ্রামে অংশ নিতে সম্মত হয়েছে তার মাধ্যমে ইউনাইটেড স্টেটসে প্রবেশ করতে হবে। এরমধ্যে আছে একটি ইউ.এস করপোরেশানের বিমান আছে যেটি ভিসা ওয়েভার প্রোগ্রামের অধীনে যাত্রী পরিবহণের জন্য ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিওরিটির সাথে একটি বিশেষ চুক্তিভুক্ত।
যদি কানাডা বা মেক্সিকো থেকে স্থলেপথে ইউনাইটেড স্টেটসে প্রবেশ করা হয় তাহলে সেক্ষেত্রেও একই কাগজপত্রের প্রয়োজন হবে। কেবলমাত্র এক্ষেত্রে ফিরতি যাত্রার টিকিট এবং স্বাক্ষরকারী বাহকের প্রয়োজন হয়না। আপনাকে ইন্সপেকটিং অফিসারকে এই বিশ্বাস প্রদান করতে হবে যে ইউনাইটেড স্টেটসে থাকার জন্য এবং মেয়াদ শেষে সেখান থেকে প্রস্থান করার জন্য আপনার কাছে প্রয়োজনীয় অর্থ আছে ।
ইলেক্ট্রনিক সিস্টেম ফর ট্রাভেল অথরাইজেশান (ইএসটিএ)
ভিডাব্লিউপি দেশগুলির সমস্ত নাগরিক যারা ব্যবসা বা বিনোদনের কারণে সাময়িক সময়ের জন্য ইউনাইটেড স্টেটসে যাত্রা করার পরিকল্পনা করেন তারা ভ্রমণ বা ভ্রমণ পরিকল্পনা চূড়ান্ত করার আগে ভিডাব্লিউপি এর অধীনে আকাশপথে বা জলপথে যেটাতেই ভ্রমণ করুন না কেন তাদের কাছে অবশ্যই একটি অনুমোদিত ইলেক্ট্রনিক সিস্টেম ফর ট্রাভেল অথরাইজেশান(ইএসটিএ) থাকতে হবে ।
পাসপোর্টের প্রয়োজনীয়তা
১লা এপ্রিল ২০১৬ থেকে, যারা ভিসা ওয়েভার প্রোগ্রামে ইউ এস ভ্রমন করবেন তাদের মেয়াদ থাকা ইলেক্ট্রনিক পাসপোর্ট থাকতে হবে। Electronic System for Travel Authorization (ESTA) প্রক্রিয়াকারিদের জন্যও একই নিয়ম। ইলেক্ট্রনিক পাসপোর্টের সিম্বল তাদের কাভারে থাকবে।
অতিরিক্তভাবে, ভি ডাব্লিউ পি দেশর নাগরিক যারা ইরাক, ইরান, উত্তর কোরিয়া, সুদান এবং সিরিয়া,লিবিয়া, ইয়েমেন অথবা সোমালিয়ায় ১লা মার্চ ২০১১ তারিখের পরে ভ্রমন করেছেন তারা ভি ডাব্লিউ পি এর আওতায় ইউ এস এ ভ্রমন অথবা প্রবেশ করতে পারবে না। ভি ডাব্লিউ পি দেশগুলোর দ্বৈত নাগরীক এবং ইরাক, ইরান, উত্তর কোরিয়া, সুদান এবং সিরিয়া ও ভি ডাব্লিউ পি এর আওতায় ইউ এস এ ভ্রমন অথবা প্রবেশ করতে পারবে না।
এই সিমাবদ্ধতাটি সেই সব ভি ডাব্লিউ পি ভ্রমনকারীদের জন্য প্রজোয্য নয় যারা মিলেটারি সেবায় আর্মড ফোর্সে নিয়জিত ভি ডাব্লিউ পি দেশে, অথবা ফুলটাইম সরকারী কর্মচারি অফিসিয়াল কাজের জন্য ভি ডাব্লিউ পি দেশে।
হোমল্যান্ড সিকিউরিটির সচিব ভি ডাব্লিউ পি সিমাবদ্ধতা মওকুপ করতে পারেন যদি তা ইউ এস আইন বা নিরাপত্তা লঙ্ঘন না করে। এই মওকুপ করা হয় ক্ষেত্রভেদে। সাধারন ভাবে, ভ্রমনকারীর শ্রেণিবিভাগ অনুসারে যারা মওকুপের জন্য যোগ্য:
- যারা ইরাক, ইরান, উত্তর কোরিয়া, সুদান এবং সিরিয়া,লিবিয়া, ইয়েমেন অথবা সোমালিয়ায় আন্তর্জাতিক সংস্থা, ধর্মীয় সংস্থার পক্ষে অথবা উপ-জাতীয় সরকারি অফিসিয়াল কাজে ইউ এস ভ্রমন করেছেন।
- যারা ইরাক, ইরান, উত্তর কোরিয়া, সুদান এবং সিরিয়া,লিবিয়া, ইয়েমেন অথবা সোমালিয়ায় মানবিক বে-সরকারি সংস্থার পক্ষে ইউ এস ভ্রমন করেছেন এবং
- যারা ইরাক, ইরান, উত্তর কোরিয়া, সুদান এবং সিরিয়া,লিবিয়া, ইয়েমেন অথবা সোমালিয়ায় সাংবাদিক হিসাবে রিপোর্টিং করার উদ্দেশ্যে ইউ এস ভ্রমন করেছেন
- বৈধ ব্যাবসা সংক্রান্ত উদ্দেশ্যে যুগ্ম ব্যাপৃত পরিকল্পনা আইন অনুসারে (জুলাই ১৪, ২০১৫) যারা ইরানে ভ্রমন করেছেন।
- যারা ইরাকে ভ্রমন করেছেন বৈধ ব্যাবসা সংক্রান্ত উদ্দেশ্যে।
একটা আপডেটেট ESTA আবেদনপত্র পাওয়া যাচ্ছে। নতুন ফরমে নতুন ভ্রমন যোগ্যতা শর্ত সম্পর্কে অতিরিক্ত প্রশ্ন থাকবে যা আইনে আছে। উন্নত সিস্টেমে ESTA খোজার জন্য আবেদনকারিদের উৎসাহ দেই যা প্রত্যেকের মওকুপ নির্ধারনের জন্য সহায়তা করবে। মওকুপের জন্য কোন আলাদা আবেদনপত্র নেই।
বর্তমান ESTA হোল্ডারদের ভ্রমনের পূর্বে সি বি পির ওয়েবসাইটে https://esta.cbp.dhs.gov/esta/ ESTA স্টাটাস চেক করা উচিৎ।
পাসপোর্টের বৈধতাঃ যেসমস্ত যাত্রীরা ইউনাইটেড স্টেটসে যাত্রা করবেন তাদের কাছে এমন পাসপোর্ট রাখতে হবে যেটি তাদের ইউনাইটেড স্টেটসে থাকার সময়কালের পরে আরো ছয়মাস অবধি বৈধ থাকবে , যদি না দেশ ভিত্তিক চুক্তি দ্বারা ছাড় থাকে। আপনি যদি ভিসা ওয়েভার প্রোগ্রামের অধীনে বিনা ভিসায় যাত্রা করেন তাহলে আপনার পাসপোর্টটিকে ন্যুনতমপক্ষে ৯০ দিন বৈধ থাকতে হবে। যদি আপনার পাসপোর্টটি ৯০ দিন বৈধ না থাকে তাহলে আপনাকে ততদিনই ইউনাইটেড স্টেটসে রাখা হবে যতদিন অবধি আপনার পাসপোর্টের বৈধতা শেষ না হচ্ছে।
যদি আপনি ভিডাব্লিউপি দেশের যাত্রী হন কিন্তু আপনার পাসপোর্ট এই মাপকাঠিগুলি পূরণ করেনা তাহলে আপনি আপনার নিজ দেশের পাসপোর্ট প্রদানকারি কর্তৃপক্ষের কাছ থেকে ভিডাব্লিউপি-এর সাথে সামঞ্জস্যপূর্ণ একটি নতুন পাসপোর্ট নিতে পারেন । অন্যথায় আপনি ভিডাব্লিউপি-এর অধীনে যাত্রা করতে পারবেন না এবং সেক্ষেত্রে আপনাকে ইউনাইটেড স্টেটসে প্রবেশ করার জন্য আপনার বৈধ পাসপোর্টে একটি ভিসা নিতে হবে।
অযোগ্যতা
কিছু যাত্রী ভিডাব্লিউপি –এর অধীনে বিনা ভিসায় ইউ.এস এ প্রবেশাধিকারের যোগ্যতা নাও পেতে পারেন। এদের মধ্যে সেই সমস্ত ব্যক্তিরা অন্তর্ভূক্ত যারা গ্রেপ্তার হয়েছিলেন, যদি গ্রেপ্তারের পরিনতি দণ্ডাজ্ঞা নাও হয় , যাদের বিরুদ্ধে অপরাধের প্রমাণ আছে (এমনকি যদি তা মাফ হয়, তিনি রাজসাক্ষী হিসেবে মাফ পান বা অন্য কোনো আইনে ক্ষমাপ্রাপ্ত হন) , কিছু নির্দিষ্ট সংক্রামক ব্যধীতে আক্রান্ত, যাদের ইউনাইটেড স্টেটসে প্রবেশাধিকার দেওয়া হয়নি বা বহিস্কার করা হয়েছিল বা যারা পূর্বে ভিসা ওয়েভার প্রোগ্রামের অধীনে এসে নির্ধারিত সময়কালের থেকে বেশি সময়ের জন্য থেকেছিলেন। এই জাতীয় যাত্রীদের ভিসার জন্য আবেদন করতে হবে, তাদের ইউনাইটেড স্টেটসে প্রবেশাধিকার প্রত্যাখ্যান করাও হতে পারে।
ভিসা ওয়েভার প্রোগ্রাম উন্নয়ন ও সন্ত্রাস ভ্রমণ প্রতিরোধ আইন ২০১৫ তে, যারা ১লা মার্চ ২০১১ তারিখের পরে ইরান, ইরাক, উত্তর কোরিয়া, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া বা ইয়েমেনে ভ্রমণ করেছে অথবা উপস্থিত আছেন (কূটনৈতিক বা সামরিক সেবার উদ্দেশ্যে ভ্রমণ ব্যাতিতভিসা ওয়েভার প্রোগ্রামের দেশসমুহে) অথবা ভ্রমণকারি যারা ইরান, ইরাক, উত্তর কোরিয়া, সুদান বা সিরিয়ার অধিবাসী তারা ভিসা ওয়েভার প্রোগ্রামে ভ্রমণ করার যোগ্য নয়। ভিসা ওয়েভার প্রোগ্রাম উন্নয়ন ও সন্ত্রাস ভ্রমণ প্রতিরোধ আইন ২০১৫ সম্পর্কে বিস্তারিত জানতে দেখুন http://cbp.gov/travel/international-visitors/visa-waiver-program
সেই সমস্ত যাত্রী যারা ছোটোখাটো পাচার সংক্রান্ত অপরাধ করেছেন কিন্তু তাতে তারা গ্রেপ্তার হননি এবং/বা অপরাধের জন্য দণ্ডপ্রাপ্ত হননি তারা যদি অন্যথায় যোগ্য হন তাহলে বিনা ভিসায় যাত্রা করতে পারেন। যদি ট্র্যাফিক সংক্রান্ত অপরাধটি ইউনাইটেড স্টেটসে থাকা কালীন ঘটে এবং যদি আপনার কোনো জরিমানা বকেয়া থাকে বা আপনি আপনার আদালতের শুনানিতে অনুপস্থিত থেকে থাকেন তাহলে সেক্ষেত্রে এমন সম্ভাবনা আছে যে আপনার বিরুদ্ধে একটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে এবং সেক্ষেত্রে ইউনাইটেড স্টেটসে প্রবেশাধিকারের জন্য আবেদন করার সময় আপনি সমস্যার সম্মুখিন হবেন। সুতরাং, যাত্রা করার আগে যে আদালতে আপনার হাজিরা দেওয়ার কথা ছিল সেখানে যোগাযোগ করে আপনার উচিত সমস্যাটির নিস্পত্তি করে নেওয়া। আপনার যদি আদালতের ঠিকানা জানা না থাকে তাহলে আপনি এই সংক্রান্ত তথ্য ইন্টারনেটের মাধ্যমে www.refdesk.com এ পেতে পারেন।
যারা শিক্ষা , কাজ বা ৯০ দিনের বেশি সময়ের জন্য ইউনাইডেট স্টেটসে থাকার উদ্দেশ্যে যাত্রা করছেন বা যারা চান যে একবার ইউনাইটেড স্টেটসে পৌঁছে তাদের স্ট্যাটাস(পর্যটন থেকে ছাত্র) টি পরিবর্তন করবেন তারা ভিসা-মুক্ত- যাত্রার অন্তর্ভূক্ত নন । এই জাতীয় যাত্রীদের ভিসা প্রয়োজন হবে। যদি ইমিগ্রেশান অফিসার এটি বুঝতে পারেন যে একজন ভিসা-মুক্ত-যাত্রী শিক্ষা, কাজ বা ৯০ দিনের থেকে বেশি সময় থাকার জন্য যাত্রা করছেন তাহলে সেই অফিসার যাত্রীকে প্রবেশাধিকার দেবেন না।
>কানাডা ও মেক্সিকোর আবেদনকারীদের জন্য
কানাডা, মেক্সিকো এবং বার্মুডা ভিসা ওয়েভার প্রোগ্রামের অন্তর্ভুক্তনয় । নির্দিষ্ট কিছু পরিস্থিতিতে কানাডা এবং বার্মুডার নাগরিকদের জন্য ইমিগ্রেশান এন্ড ন্যাশাওনালিটি আইনে ভিসা-মুক্ত-যাত্রার জন্য অন্য সুবিধা আছে। এক্ষেত্রে, কানাডা ও বার্মুডার নাগরিক বিভাগটি দেখুন। যেহেতু এরা ভিসা ওয়েভার প্রোগ্রামের অংশ নয়, তাই কানাডা , মেক্সিকো বা বার্মুডার নাগরিকদের জন্য মেশিন দ্বারা পরতে পারা যায় বা বায়োম্যাট্রিক পাসপোর্টের ভিডাব্লিউপি প্রয়োজনীয়তাগুলি প্রযোজ্য নয়। এছাড়া এটিও মনে রাখতে হবে যে কানাডা ও বার্মুডার কিছু নাগরিকদের ইউনাইটেড স্টেটসে প্রবেশ করার জন্য অ-অভিবাসী ভিসা প্রয়োজন।
ইএসটিএ প্রত্যাখ্যান
যে যাত্রীদের ইএসটিএ-এর আবেদন প্রত্যাখ্যানকরা হয়েছে তারা ভিডাব্লিউপি-এর অধীনে যাত্রা করতে পারবেন না। দয়া করে যাত্রা করার পূর্বে ভিসার জন্য আবেদন করুন।
ইএসটিএ পদ্ধতি সংক্রান্ত যেকোনো প্রশ্ন ডিপার্মেন্ট অফ হোমল্যান্ড সিকিওরিটি কে জানাতে হবে ।
সুরক্ষা নিয়মাবলী
একনজরে
আপনি যদি নিম্নলিখিত বস্তুগুলির কোনো একটি বহন করেন তাহলে আপনি ইউ.এস দূতাবাসে প্রবেশ করতে পারবেন নাঃ
- ব্যাটারী দ্বারা চালিত বা ইলেক্ট্রনিক যন্ত্রপাতি, যেমন, মোবাইল ফোন, ডিজিটাল ডায়েরী, ডিজিটাল ঘড়ি, পেজার, ক্যামেরা, অডিও/ভিডিও ক্যাসেট, কমপ্যাক্ট ডিস্ক, এমপি3 , ফ্লপি ডিস্ক, ল্যাপটপ, বা বহনযোগ্য মিউসিক প্লেয়ার।
- বড় গলার ব্যাগ/পার্স – কেবলমাত্র সেই জাতীয় ব্যাগ নেওয়া যাবে যেগুলি হাতে ধরে নেওয়া সম্ভব।
- বিভিন্ন ব্যাগ, যেমন, ভ্রমণের ব্যাগ, ব্যাকপ্যাক, ব্রিফকেস, স্যুটকেস, চামড়া বা কাপড়ের ব্যাগ, যিপ ফোল্ডার – আপনি কেবলমাত্র প্লাস্টিকের ব্যাগ নিয়ে যেতে পারবেন যাতে আবেদন সংক্রান্ত কাগজপত্র আছে।
- ঔষধ এবং শিশুর পরিচর্যার সামগ্রী ব্যতিত যাবতীয় খাবার এবং তরল
- সিল করা খাম বা প্যাকেজ, দয়াকরে আপনার সাক্ষাতকারের আগে এইজাতীয় সিল করা খাম থেকে সমস্ত দরকারি কাগজপত্র বের করে নিন।
- সিগারেট, সিগার, দেশলাই বাক্স, লাইটার
- ধারালো বস্তু, যেমন, কাঁচি, পেন ছুরি, বা নখের ফাইল
- অস্ত্র বা যেকোনো ধরনের বিস্ফোরক পদার্থ
এই তালিকায় সমস্ত সামগ্রী তালিকাভূক্ত নাও থাকতে পারে । অন্যান্য যেকোনো সামগ্রী সুরক্ষা কর্মি তার নিজ সিদ্ধান্তে নিষিদ্ধ করতে পারেন।
উপরোক্ত সমস্ত নিষদ্ধ সামগ্রীগুলিকে রাখার জন্য ইউ.এস দূতাবাসে কোনো সুবিধা নেই। আবেদনকারীদের প্রবেশ করার আগেই এই সামগ্রীগুলিকে রাখার পরিকল্পনা করতে হবে।
সুরক্ষা সংক্রান্ত কারণে পথচলতি পরিদর্শকদের জন্য ইউ.এস দূতাবাসে কোনো তথ্য বিভাগ নেই। কেবলমাত্র ভিসা আবেদনকারী যাদের সাক্ষাতকারের সময়কাল নির্ধারিত আছে তাদের প্রবেশাধিকার দেওয়া হবে।