বিস্তারিত ক্লিক করুন বাংলাদেশের সংবিধানের ধারা সমূহ
• বাংলাদেশ- একটি গণপ্রজাতন্ত্রী রাষ্ট্র
• বাংলাদেশের সরকার পদ্ধতি- এককেন্দ্রীক
• গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন- সংবিধান
• দেশের সর্বোচ্চ আইন প্রণয়নকারী কর্তৃপক্ষ- শাসন বিভাগ
• বাংলাদেশের সংবিধানে মোট ভাগ- ১১টি
• সংবিধানে অনুচ্ছেদ আছে- ১৫৩টি
• সংবিধানে তফসিল আছে- ৭টি
• সংবিধানে মূলনীতি আছে- ৪টি
• সংবিধানের রূপকার- ড. কামাল হোসেন
• সংবিধান রচনা কমিটির সদস্য- ৩৪ জন(প্রধান ছিলেন- ড. কামাল হোসেন)
• সংবিধান রচনা কমিটির একমাত্র বিরোধী দলীয় সদস্য- সুরঞ্জিত সেনগুপ্ত
• সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য- বেগম রাজিয়া বানু
• বাংলাদেশের সংবিধান তৈরি করা হয়- ভারত ও বৃটেনের সংবিধানের আলোকে
• বাংলাদেশের সংবিধান জাতীয় সংসদে উত্থাপন করেন- ড. কামাল হোসেন
• সংবিধান সর্বপ্রথম গণপরিষদে উত্থাপিত হয়- ১৯৭২ সালের ১২ অক্টোবর
• সংবিধান গণপরিষদে গৃহীত হয়- ১৯৭২ সালের ৪ নভেম্বর
• সংবিধান কার্যকর হয়- ১৬ ডিসেম্বর ১৯৭২
• সংবিধান দিবস- ৪ নভেম্বর
• হস্তলিখিত লিখিত সংবিধানের অঙ্গসজ্জা করেন- শিল্পাচার্য জয়নুল আবেদীন
• সংবিধান- ২ প্রকার; লিখিত সংবিধান ও অলিখিত সংবিধান
• বাংলাদেশের সংবিধান- লিখিত সংবিধান
• লিখিত সংবিধান নেই- বৃটেন, নিউজিল্যান্ড, স্পেন ও সৌদি আরব
• বিশ্বের সবচেয়ে বড় সংবিধান- ভারতের; আর ছোট- মার্কিন যুক্তরাষ্ট্রের
• বাংলাদেশের আইন অনুযায়ী- ১৪ বছরের নিচের শিশুদের শ্রমে নিয়োগ করা যাবে না
• সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট হওয়ার জন্য ন্যূনতম বয়স- ৩৫ বছর
• সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম বয়স- ২৫ বছর
• সংবিধান অনুযায়ী সংসদ সদস্য ও স্পিকার হওয়ার জন্য ন্যূনতম বয়স- ২৫ বছর
• এক ব্যক্তি রাষ্ট্রপতি নির্বাচিত হতে পারেন- ২ বার/মেয়াদকাল
• রাষ্ট্রপতি পদত্যাগ করেন- স্পিকারের কাছে
• প্রধানমন্ত্রী পদত্যাগ করেন- রাষ্ট্রপতির কাছে
• জাতীয় সংসদের/আইনসভার প্রধান/সভাপতি- স্পিকার
• সংসদীয় পদ্ধতিতে সর্বোচ্চ পদমর্যাদার অধিকারী- রাষ্ট্রপতি
• প্রতিরক্ষা বিভাগের সর্বাধিনায়ক/প্রধান- রাষ্ট্রপতি
• সংসদ অধিবেশন আহ্বান, ভঙ্গ ও স্থগিত করেন- রাষ্ট্রপতি
• প্রধান বিচারপতিকে নিয়োগ দেন- রাষ্ট্রপতি
• তত্ত্বাবধায়ক সরকার দায়বদ্ধ- রাষ্ট্রপতির কাছে
• নির্বাচন কমিশনারদের নিয়োগ দেন- রাষ্ট্রপতি
• রাষ্ট্রপতিকে অপসারণ করতে- ২/৩ অংশ ভোট দরকার
• বাংলাদেশের সর্বোচ্চ আদালত- সুপ্রিম কোর্ট
• সুপ্রিম কোর্টের বিভাগ- ২টি (আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগ)
• সংবিধান নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করার দায়িত্ব দিয়েছে- হাইকোর্টকে
• প্রধান বিচারপতিকে নিয়োগ দেন- রাষ্ট্রপতি
• নির্বাচন কমিশনারদের নিয়োগ দেন- রাষ্ট্রপতি
সংবিধানের গুরুত্বপূর্ণ ধারাসমূহ ও বিষয়বস্তু:
• ২.খ রাষ্ট্রধর্ম
• ৩ রাষ্ট্রভাষা
• ৬ বাংলাদেশি নাগরিকত্ব
• ১০ জাতীয় জীবনে মহিলাদের সমান অংশগ্রহণ
• ১১ গণতন্ত্র ও মানবাধিকার
• ১২ বিলুপ্ত (ধর্মনিরপেক্ষতা) (আরেকটা বিলুপ্ত- ৯২ক)
• ১৭ অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা
• ২২ নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথকীকরণ
• ২৩ (ক) আদিবাসী/উপজাতি সংক্রান্ত ধারা
• ২৭ আইনের দৃষ্টিতে সাম্য
• ২৮(২) নারী ও পুরুষের সমানাধিকার
• ৩৯(১) চিন্তা ও বিবেকের স্বাধীনতা
• ৩৯(২)ক বাকস্বাধীনতা ও ভাবপ্রকাশের স্বাধীনতা
• ৩৯(২)খ সংবাদপত্রের স্বাধীনতা
• ৬৩- যুদ্ধ
• ৬৪- অ্যাটনী জেনারেল
• ৭৭ ন্যায়পাল নিয়োগ
• ৮১-অর্থবিল (টীকা হিসেবে অনেকবার এসেছে, টীকা হিসেবে তাই খুব ই গুরুত্বপূর্ণ)
• ৮৩-অধ্যাদেশ প্রনয়নের ক্ষমতা
• ১১৭-প্রশাসনিক ট্রাইবুনাল
• ১৪১ ক জরুরি অবস্থা ঘোষণা
সংবিধানের ১১টি ভাগ মনে রাখার উপায়ঃ
প্র রা মৌ নি আ বি নি ম বাং জ সং বি
আসুন, মিলিয়ে নেই-
১. প্রজাতন্ত্র
২. রাষ্ট্র পরিচালনার মূলনীতি
৩. মৌলিক অধিকার
৪. নির্বাহী বিভাগ
৫. আইন সভা
৬. বিচার বিভাগ
৭. নির্বাচন
৮. মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক
৯. বাংলাদেশের কর্মবিভাগ
৯. ক। জ- জরুরী বিধানাবলী
১০. সংবিধান সংশোধন
১১. বিবিধ
* অনুচ্ছেদ ১-১২
অনুচ্ছেদ ১-১২ মোটামুটি এমনি মনে থাকে। এই অনুচ্ছেদ গুলোর মধ্যে গুরুত্তপূর্ন অনুচ্ছেদ গুলো হল-
• ২- প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা
• ২ক- রাষ্ট্রধর্ম ( মনে রাখবেন কোন সংশোধনীর মাধ্যমে এটি হয়েছে)
• ৪ক- প্রতিকৃতি (১৫ তম সংশোধনীতে পরিবর্তন হয়েছে এখানে)
• ৬- নাগরিকত্ব
• ৭- সংবিধানের প্রাধান্য
• ৮- মূলনীতিসমূহ ( সংবিধান সংশোধন হয়েছে এইখানে)
• ৯- স্থানীয় শাসন সংক্রান্ত প্রতিষ্ঠান সমূহের উন্নয়ন ( সংবিধান সংশোধন হয়েছে এইখানে)
• ১০- জাতীয় জীবনে মহিলাদের অংশগ্রহন
• ১১- গনতন্ত্র
• ১২- ধর্মনিরপেক্ষতা ( সংবিধান সংশোধন হয়েছে এইখানে)
অনুচ্ছেদ ১৩-২৫
অনুচ্ছেদ ১৩ থেকে অনুচ্ছেদ ২৫ পর্যন্ত মনে রাখার কৌশল
মালি কৃষককে মৌ গ্রামে নিয়ে গিয়ে অবৈতনিক জনস্বাস্থ্যের জন্য সুযোগের সমতা সৃষ্টি করে। এতে অধিকার ও কর্তব্য রূপে নাগরিকরা নির্বাহী বিভাগ থেকে জাতীয় সংস্কৃতি ও জাতীয় স্মৃতি নিদর্শনের জন্য আন্তর্জাতিক শান্তির অংশীদার হলেন।
ছন্দের সাথে অনুচ্ছেদ গুলো মিলেয়ে নিন-
১৩-মালি- মালিকানার নীতি
১৪-কৃষক- কৃষক ও শ্রমিকের মুক্তি
১৫- মৌ- মৌলিক প্রয়োজনের ব্যবস্থা
১৬- গ্রাম- গ্রামীন উন্নয়ন ও কৃষি বিপ্লব
১৭- অবৈতনিক- অবৈতনিক ও বাধ্যতা মূলক শিক্ষা
১৮ - জনস্বাস্থ্য ও নৈতিকতা
১৯ - সুযোগের সমতা
২০- অধিকার ও কর্তব্য রূপে- অধিকার ও কর্তব্য রূপে কর্ম
২১- নাগরিক- নাগরিক ও সরকারী কর্মচারীদের কর্তব্য
২২- নির্বাহী বিভাগ থেকে- নির্বাহী বিভাগ হইতে বিচার বিভাগের পৃথকীকরন
২৩- জাতীয় সংস্কৃতি- জাতীয় সংস্কৃতি
২৪- জাতীয় স্মৃতি নিদর্শন -জাতীয় স্মৃতি নিদর্শন প্রভৃতি
২৫-আন্তর্জাতিক শান্তি- আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও সংহতির উন্নয়ন
অনুচ্ছেদ- ২৬ থেকে ৩১
অনুচ্ছেদ ২৬ থেকে অনুচ্ছেদ ৩১ পর্যন্ত মনে রাখার কৌশল
মৌলিক অধিকার আইনের দৃষ্টিতে ধর্ম , সরকারী নিয়োগ ও বিদেশী খেতাব গ্রহনে সকলের আইনের আশ্রয় লাভের অধিকার রয়েছে
ছন্দের সাথে অনুচ্ছেদ গুলো মিলেয়ে নিন-
২৬-মৌলিক অধিকার- মৌলিক অধিকারের সহিত অসামঞ্জস্য আইন বাতিল
২৭-আইনের দৃষ্টিতে - আইনের দৃষ্টিতে সমতা
২৮- ধর্ম- ধর্ম প্রভৃতি কারনে বৈষম্য
২৯- সরকারী নিয়োগ- সরকারী নিয়োগ লাভে সুযোগের সমতা
৩০- বিদেশী খেতাব গ্রহনে- বিদেশী খেতাব প্রভৃতি গ্রহন নিষিদ্ধকরন
৩১। আইনের আশ্রয় লাভের অধিকার
অনুচ্ছেদ- ৩২ থেকে ৩৫
অনুচ্ছেদ ৩২ থেকে অনুচ্ছেদ ৩৫ পর্যন্ত মনে রাখার কৌশল
জীবনে ১বার গ্রেপ্তার হলে জবরদস্তি বিচার হয়
ছন্দের সাথে অনুচ্ছেদ গুলো মিলেয়ে নিন-
৩২-জীবনে- জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার রক্ষণ
৩৩-গ্রেপ্তার – গ্রেপ্তার ও আটক সম্পর্কে রক্ষাকবচ
৩৪- জবরদস্তি- জবরদস্তি শ্রম নিষিদ্ধকরন
৩৫- বিচার- বিচার ও দণ্ড সম্পর্কে রক্ষণ
অনুচ্ছেদ- ৩৬ থেকে ৩৯
অনুচ্ছেদ ৩৬ থেকে অনুচ্ছেদ ৩৯ পর্যন্ত মনে রাখার কৌশল
চসমা সংবা(দ)ক
ছন্দের সাথে অনুচ্ছেদ গুলো মিলেয়ে নিন-
৩৬-চ-চলাফেরার স্বাধীনতা
৩৭-সমা – সমাবেশের স্বাধীনতা
৩৮- সং- সংগঠনের স্বাদহীনটা
৩৯- বাদ(ক)- চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক স্বাধীনতা
অনুচ্ছেদ- ৪০ থেকে ৪৩
অনুচ্ছেদ ৪০ থেকে অনুচ্ছেদ ৪৩ পর্যন্ত এভাবে মনে রাখতে পারেন-
পেধসগৃ
ছন্দের সাথে অনুচ্ছেদ গুলো মিলেয়ে নিন-
৪০-পে-পেশা বা বৃত্তির স্বাধীনতা
৪১-ধ – ধর্মীয় স্বাধীনতা
৪২- স- সম্পত্তির অধিকার
৪৩- গৃ- গৃহ ও যোগাযোগের রক্ষণ
অথবাঃ
অনুচ্ছেদ- ৩৬ থেকে ৪৩
অনুচ্ছেদ ৩৬ থেকে অনুচ্ছেদ ৪৩ পর্যন্ত মনে রাখার কৌশল
চল, সমাবেশ ও সংগঠন করি, চিন্তা-পেশা, ধর্ম-সম্পত্তি ও যোগাযোগের স্বাধীনতা অর্জন করি
ছন্দের সাথে অনুচ্ছেদ গুলো মিলেয়ে নিন-
৩৬-চল-চলাফেরার স্বাধীনতা
৩৭-সমাবেশ– সমাবেশের স্বাধীনতা
৩৮- সংগঠন- সংগঠনের স্বাদহীনটা
৩৯- চিন্তা- চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক স্বাধীনতা
৪০-পেশা-পেশা বা বৃত্তির স্বাধীনতা
৪১-ধর্ম – ধর্মীয় স্বাধীনতা
৪২- সম্পত্তি- সম্পত্তির অধিকার
৪৩-যোগাযোগের - গৃহ ও যোগাযোগের রক্ষণ
৪৪- মৌলিক অধিকার বলবৎ করন
অনুচ্ছেদ- ৪৮ থেকে ৫৪
অনুচ্ছেদ ৪৮ থেকে অনুচ্ছেদ ৫৪ পর্যন্ত মনে মনে রাখার কৌশল
রাষ্ট্রপতি তার ক্ষমার মেয়াদে দায়মুক্তি পেতে অভিসংশন ও অপসারনের ক্ষমতা স্পীকার কে দিলেন।
ছন্দের সাথে অনুচ্ছেদ গুলো মিলেয়ে নিন-
৪৮-রাষ্ট্রপতি -রাষ্ট্রপতি
৪৯-ক্ষমার –ক্ষমা প্রদর্শনের অধিকার
৫০- মেয়াদে- রাষ্ট্রপতি পদের মেয়াদ
৫১- দায়মুক্তি- রাষ্ট্রপতির দায়মুক্তি
৫২-অভিসংশন –রাষ্ট্রপতির অভিসংশন
৫৩-অপসারনের – অসামর্থ্যের কারনে রাষ্ট্রপতির অপসারন
৫৪- স্পীকার- অনুপস্থিতি প্রভৃতির কালে রাষ্ট্রপতি পদে স্পীকার
অনুচ্ছেদ- ৫৫ থেকে ৫৮
অনুচ্ছেদ ৫৫ থেকে অনুচ্ছেদ ৫৮ পর্যন্ত মনে মনে রাখার কৌশল
মন্ত্রিসভায় মন্ত্রিগণ প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীর পদের মেয়াদ ঠিক করেন।
ছন্দের সাথে অনুচ্ছেদ গুলো মিলেয়ে নিন-
৫৫-মন্ত্রিসভায়- মন্ত্রিসভা
৫৬-মন্ত্রিগণ- মন্ত্রিগণ
৫৭- প্রধানমন্ত্রী- প্রধানমন্ত্রী পদের মেয়াদ
৫৮-অন্যান্য মন্ত্রীর পদের মেয়াদ- অন্যান্য মন্ত্রীর পদের মেয়াদ
অনুচ্ছেদ- ৬৫ থেকে ৭৯
অনুচ্ছেদ ৬৫ থেকে অনুচ্ছেদ ৭৯ পর্যন্ত মনে মনে রাখার কৌশল
সংসদ সদস্যগন শুন্য পারিশ্রমিকে অর্থদন্ড ও পদত্যাগের কারনে দ্বৈত অধিবেশেনে ভাষনের অধিকার স্পীকার কে দিলেন। কিন্তু কোরাম না থাকায় স্থায়ী কমিটি ন্যায়পাল নিয়োগে বিশেষ অধিকার ও দায়মুক্তি পেতে সচিবালয় গঠন করেন।
ছন্দের সাথে অনুচ্ছেদ গুলো মিলেয়ে নিন-
৬৫-সংসদ –সংসদ প্রতিষ্ঠা
৬৬-সদস্যগন –সংসদে নির্বাচিত হইবার যোগ্যতা ও অযোগ্যতা
৬৭- শুন্য- সদস্যদের আসন শুন্য হওয়া
৬৮- পারিশ্রমিকে- সংসদ সদস্যদের পারিশ্রমিক প্রভৃতি
৬৯-অর্থদন্ড– শপথ গ্রহনের পূর্বে আসন গ্রহন বা ভোট দান করিলে সদস্যের অর্থদন্ড
৭০-পদত্যাগের কারনে – পদত্যাগ ইত্যাদি কারনে আসন শূন্য হওয়া
৭১- দ্বৈত- দ্বৈত সদস্যতায় বাঁধা
৭২-অধিবেশেনে –সংসদের অধিবেশেন
৭৩-ভাষনের –সংসদে রাষ্ট্রপতির ভাষণ ও বাণী
৭৩ক-অধিকার- সংসদ সম্পর্কে মন্ত্রীগণের অধিকার
৭৪- স্পীকার- স্পীকার ও ডেপুটি স্পীকার
৭৫-কোরাম– কার্যপ্রনালী বিধি, কোরাম প্রভৃতি
৭৬-স্থায়ী কমিটি – সংসদের স্থায়ী কমিটি সমূহ
৭৭- ন্যায়পাল- ন্যায়পাল
৭৮-সচিবালয়- সচিবালয়
আরো বেশ কিছু অনুচ্ছেদ আপনাদের নিজেদের প্রয়োজনে পড়তেই হবে। সেগুলো হলঃ
• * অনুচ্ছেদ-৪৬- দায়মুক্তি বিধানের ক্ষমতা
• * অনুচ্ছেদ-৬৩- যুদ্ধ
• * অনুচ্ছেদ- ৬৪- অ্যাটনী জেনারেল
• * অনুচ্ছেদ- ৮১-অর্থবিল (টীকা হিসেবে অনেকবার এসেছে, টীকা হিসেবে তাই খুব ই গুরুত্বপূর্ণ)
• * অনুচ্ছেদ-৮৩-অধ্যাদেশ প্রনয়নের ক্ষমতা
• * অনুচ্ছেদ- ১১৭-প্রশাসনিক ট্রাইবুনাল
• * অনুচ্ছেদ- ১২২-ভোটার তালিকায় নামভুক্তির যোগ্যতা
• * অনুচ্ছেদ-১৪১ ক, খ, গ- জরুরী অবস্থা
• * অনুচ্ছেদ- ১৪২-সংবিধান সংশোধন
• * ১৪৫ক- আন্তর্জাতিক চুক্তি
• * ১৪৮- পদের শপথ
প্রথম ভাগ: প্রজাতন্ত্র
[বাংলাদেশের সংবিধান]
বাংলাদেশের সংবিধান
অনুচ্ছেদ - ১: প্রজাতন্ত্র
অনুচ্ছেদ - ২: প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা
অনুচ্ছেদ - ২ক: রাষ্ট্রধর্ম
অনুচ্ছেদ - ৩: রাষ্ট্রভাষা
অনুচ্ছেদ - ৪: জাতীয় সংগীত, পতাকাও প্রতীক
অনুচ্ছেদ - ৪ক: জাতির পিতার প্রতিকৃতি
অনুচ্ছেদ - ৫: রাজধানী
অনুচ্ছেদ - ৬: নাগরিকত্ব
অনুচ্ছেদ - ৭: সংবিধানের প্রাধান্য
অনুচ্ছেদ - ৭ক: সংবিধান বাতিল, স্থগিতকরণ ইত্যাদি অপরাধ
অনুচ্ছেদ - ৭খ: সংবিধানের মৌলিক বিধানাবলী সংশোধন অযোগ্য
দ্বিতীয় ভাগ: রাষ্ট্রপরিচালনার মূলনীতি
অনুচ্ছেদ - ৮: মূলনীতিসমূহ
অনুচ্ছেদ - ৯: জাতীয়তাবাদ
অনুচ্ছেদ - ১০: সমাজতন্ত্র ও শোষণমুক্তি
অনুচ্ছেদ - ১১: গণতন্ত্র ও মানবাধিকার
অনুচ্ছেদ - ১২: ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা
অনুচ্ছেদ - ১৩: মালিকানার নীতি
অনুচ্ছেদ - ১৪: কৃষক ও শ্রমিকের মুক্তি
অনুচ্ছেদ - ১৫: মৌলিক প্রয়োজনের ব্যবস্থা
অনুচ্ছেদ - ১৬: গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লব
অনুচ্ছেদ - ১৭: অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা
অনুচ্ছেদ - ১৮: জনস্বাস্থ্য ও নৈতিকতা
অনুচ্ছেদ - ১৮ক: পরিবেশ ও জীব-বৈচিত্র্য সংরক্ষণ ও উন্নয়ন
অনুচ্ছেদ - ১৯: সুযোগের সমতা
অনুচ্ছেদ - ২০: অধিকার ও কর্তব্যরূপে কর্ম
অনুচ্ছেদ - ২১: নাগরিক ও সরকারী কর্মচারীদের কর্তব্য
অনুচ্ছেদ - ২২: নির্বাহী বিভাগ হইতে বিচার বিভাগের পৃথকীকরণ
অনুচ্ছেদ - ২৩: জাতীয় সংস্কৃতি
অনুচ্ছেদ - ২৩ক: উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, নৃ-গোষ্ঠি ও সম্প্রদায়ের সংস্কৃতি
অনুচ্ছেদ - ২৪: জাতীয় স্মৃতিনিদর্শন প্রভৃতি
অনুচ্ছেদ - ২৫: আন্তর্জাতিক শান্তি, নিরপত্তা ও সংহতির উন্নয়ন
তৃতীয় ভাগ: মৌলিক অধিকার
অনুচ্ছেদ - ২৬: মৌলিক অধিকারের সহিত অসমঞ্জস আইন বাতিল
অনুচ্ছেদ - ২৭: আইনের দৃষ্টিতে সমতা
অনুচ্ছেদ - ২৮: ধর্ম প্রভৃতি কারণে বৈষম্য
অনুচ্ছেদ - ২৯: সরকারি নিয়োগলাভের সুযোগের সমতা
অনুচ্ছেদ - ৩০: বিদেশী খেতাব প্রভৃতি গ্রহণ নিষিদ্ধকরণ
অনুচ্ছেদ - ৩১: আইনের আশ্রয় লাভের অধিকার
অনুচ্ছেদ - ৩২: জীবন ও ব্যক্তি-স্বাধীনতার অধিকার-রক্ষণ
অনুচ্ছেদ - ৩৩: গ্রেফতার ও আটক সম্পর্কে রক্ষাকবচ
অনুচ্ছেদ - ৩৪: জবরদস্তি-শ্রম নিষিদ্ধকরণ
অনুচ্ছেদ - ৩৫: বিচার ও দন্ড সস্পর্কে রক্ষণ
অনুচ্ছেদ - ৩৬: চলাফেরার স্বাধীনতা
অনুচ্ছেদ - ৩৭: সমাবেশের স্বাধীনতা
অনুচ্ছেদ - ৩৮: সংগঠনের স্বাধীনতা
অনুচ্ছেদ - ৩৯: চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক্-স্বাধীনতা
অনুচ্ছেদ - ৪০: পেশা ও বৃত্তির স্বাধীনতা
অনুচ্ছেদ - ৪১: ধর্মীয় স্বাধীনতা
অনুচ্ছেদ - ৪২: সম্পত্তির অধিকার
অনুচ্ছেদ - ৪৩: গৃহ ও যোগাযোগের রক্ষণ
অনুচ্ছেদ - ৪৪: মৌলিক অধিকার বলবৎকরণ
অনুচ্ছেদ - ৪৫: শৃঙ্খলামূলক আইনের ক্ষেত্রে অধিকারের পরিবর্তন
অনুচ্ছেদ - ৪৬: দায়মুক্তি বিধানের ক্ষমতা
অনুচ্ছেদ - ৪৭: কতিপয় আইনের হেফাজত
অনুচ্ছেদ - ৪৭ক: সংবিধানের কতিপয় বিধানের অপ্রযোজ্যতা
চতুর্থভাগ: নির্বাহী বিভাগ
অনুচ্ছেদ - ৪৮: রাষ্ট্রপতি
অনুচ্ছেদ - ৪৯: ক্ষমা প্রদর্শনের অধিকার
অনুচ্ছেদ - ৫০: রাষ্ট্রপতি-পদের মেয়াদ
অনুচ্ছেদ - ৫১: রাষ্ট্রপতির দায়মুক্তি
অনুচ্ছেদ - ৫২: রাষ্ট্রপতির অভিশংসন
অনুচ্ছেদ - ৫৩: অসামর্থের কারণে রাষ্ট্রপতির অপসারণ
অনুচ্ছেদ - ৫৪: অনুপস্থিতি প্রভৃতির কালে রাষ্ট্রপতি-পদে স্পীকার
২য় পরিচ্ছেদ: প্রধানমন্ত্রী ও মন্ত্রীসভা
অনুচ্ছেদ - ৫৫: মন্ত্রীসভা
অনুচ্ছেদ - ৫৬: মন্ত্রীগণ
অনুচ্ছেদ - ৫৭: প্রধানমন্ত্রীর পদের মেয়াদ
অনুচ্ছেদ - ৫৮: অন্যান্য মন্ত্রীর পদের মেয়াদ
অনুচ্ছেদ - ৫৮ক: পরিচ্ছেদের প্রয়োগ। - সংবিধান (পঞ্চদশ সংশোধন) আইন ২০১১, ২০নং ধারাবলে বিলুপ্ত।
২ক পরিচ্ছেদ: নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার
২ক পরিচ্ছেদ: নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার (৫৮খ, ৫৮গ, ৫৮ঘ, ৫৮ঙ) [২ক পরিচ্ছেদ: নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার] সংবিধান (পঞ্চদশ সংশোধন) আইন ২০১১, ২১ নং ধারাবলে বিলুপ্ত।
৩য় পরিচ্ছেদ: স্থানীয় শাসন
অনুচ্ছেদ - ৫৯: স্থানীয় শাসন
অনুচ্ছেদ - ৫০: স্থানীয় শাসন-সংক্রান্ত প্রতিষ্ঠানের ক্ষমতা
৪র্থ পরিচ্ছেদ: প্রতিরক্ষা কর্মবিভাগ
অনুচ্ছেদ - ৬১: সর্বাধিনায়কতা
অনুচ্ছেদ - ৬২: প্রতিরক্ষা কর্মবিভাগে ভর্তি প্রভৃতি
অনুচ্ছেদ - ৬৩: যুদ্ধ
৫ম পরিচ্ছেদ: অ্যাটর্নি জেনারেল
অনুচ্ছেদ - ৬৪: অ্যাটর্নি জেনারেল
পঞ্চম ভাগ: আইনসভা
১ম পরিচ্ছেদ: সংসদ
অনুচ্ছেদ - ৬৫: সংসদ প্রতিষ্ঠা
অনুচ্ছেদ - ৬৬: সংসদের নির্বাচিত হইবার যোগ্যতা ও অযোগ্যতা
অনুচ্ছেদ - ৬৭: সদস্যদের আসন শূণ্য হওয়া
অনুচ্ছেদ - ৬৮: সংসদ সদস্যদের পারিশ্রমিক প্রভৃতি
অনুচ্ছেদ - ৬৯: শপধ গ্রহণের পূর্বে আসন গ্রহণ বা ভোটদান করিলে সদস্যের অর্থদন্ড
অনুচ্ছেদ - ৭০: রাজনৈতিক দল হইতে পদত্যাগ বা দলের বিপক্ষে ভোটদানের কারণে আসন শূণ্য হওয়া
অনুচ্ছেদ - ৭১: দ্বৈত-সদস্যতায় বাধা
অনুচ্ছেদ - ৭২: সংসদের অধিবেশন
অনুচ্ছেদ - ৭৩: সংসদের রাষ্ট্রপতির ভাষণ ও বাণী
অনুচ্ছেদ - ৭৩ক: সংসদ সম্পর্কে মন্ত্রীগণের অধিকার
অনুচ্ছেদ - ৭৪: স্পীকার ও ডেপুটি স্পীকার
অনুচ্ছেদ - ৭৫: কার্যপ্রণালী-বিধি, কোরাম প্রভৃতি
অনুচ্ছেদ - ৭৬: সংসদের স্থায়ী কমিটিসমূহ
অনুচ্ছেদ - ৭৭: ন্যায়পাল
অনুচ্ছেদ - ৭৮: সংসদ ও সদস্যদের বিশেষ-অধিকার দায়মুক্তি
অনুচ্ছেদ - ৭৯: সংসদ-সচিবালয়
২য় পরিচ্ছেদ: আইনপ্রণয়ন ও অর্থ-সংক্রান্ত পদ্ধতি
অনুচ্ছেদ - ৮০: আইনপ্রণয়ণ - পদ্ধতি
অনুচ্ছেদ - ৮১: অর্থবিল
অনুচ্ছেদ - ৮২: আর্থিক ব্যবস্থাবলীর সুপারিশ
অনুচ্ছেদ - ৮৩: সংসদের আইন ব্যতীত করারোপে বাধা
অনুচ্ছেদ - ৮৪: সংযুক্ত তহবিল ও প্রজাতন্ত্রের সরকারী হিসাব
অনুচ্ছেদ - ৮৫: সরকারী অর্থের নিয়ন্ত্রণ
অনুচ্ছেদ - ৮৬: প্রজাতন্ত্রের সরকারি হিসাব প্রদেয় অর্থ
অনুচ্ছেদ - ৮৭: বার্ষিক আর্থিক বিবৃতি
অনুচ্ছেদ - ৮৮: সংযুক্ত তহবিলের উপর দায়
অনুচ্ছেদ - ৮৯: বার্ষিক আর্থিক বিবৃতি সস্পর্কিত পদ্ধতি
অনুচ্ছেদ - ৯০: নির্দিষ্টকরণ আইন
অনুচ্ছেদ - ৯১: সম্পূরক ও অতিরিক্ত মঞ্জুরী
অনুচ্ছেদ - ৯২: হিসাব, ঋণ প্রভৃতির উপর ভোট
৩য় পরিচ্ছেদ: অধ্যাদেশ প্রণয়ণ ক্ষমতা
অনুচ্ছেদ - ৯৩: অধ্যাদেশ প্রণয়ণ-ক্ষমতা
ষষ্ঠ ভাগ: বিচারবিভাগ
১ম পরিচ্ছেদ: সুপ্রীম কোর্ট
অনুচ্ছেদ - ৯৪: সুপ্রীমকোর্ট প্রতিষ্ঠা
অনুচ্ছেদ - ৯৫: বিচারক-নিয়োগ
অনুচ্ছেদ - ৯৬: বিচারকের পদের মেয়াদ
অনুচ্ছেদ - ৯৭: অস্থায়ী প্রধান বিচারপতি নিয়োগ
অনুচ্ছেদ - ৯৮: সুপ্রীম কোর্টের অতিরিক্ত বিচারকগণ
অনুচ্ছেদ - ৯৯: অবসর গ্রহণের পর বিচারকগণের অক্ষমতা
অনুচ্ছেদ - ১০০: সুপ্রীম কোর্টের আসন
অনুচ্ছেদ - ১০১: হাইকোর্ট বিভাগের এখতিয়ার
অনুচ্ছেদ - ১০২: কতিপয় আদেশ ও নির্দেশ প্রভৃতি দানের ক্ষেত্রে হাইকোর্ট বিভাগের ক্ষমতা
অনুচ্ছেদ - ১০৩: আপীল বিভাগের এখতিয়ার
অনুচ্ছেদ - ১০৪: আপীল বিভাগের পরোয়ানা জারী ও নির্বাহ
অনুচ্ছেদ - ১০৫: আপীল বিভাগ কর্তৃক রায় বা আদেশ পুনর্বিবেচনা
অনুচ্ছেদ - ১০৬: সুপ্রীম কোর্টের উপদেষ্টামূলক এখতিয়ার
অনুচ্ছেদ - ১০৭: সুপ্রীম কোর্টের বিধি প্রণয়ণ-ক্ষমতা
অনুচ্ছেদ - ১০৮: কোর্ট অব রেকর্ডরূপে সুপ্রীম কোর্ট
অনুচ্ছেদ - ১০৯: আদালত সমূহের উপর ত্ত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ
অনুচ্ছেদ - ১১০: অধঃস্তন আদালত হইতে হাইকোর্ট বিভাগের মামলা স্থানান্তর
অনুচ্ছেদ - ১১১: সুপ্রীম কোর্টের রায়ের বাধ্যতামূলক কার্যকরতা
অনুচ্ছেদ - ১১২: সুপ্রীম কোর্টের সহায়তা
অনুচ্ছেদ - ১১৩: সুপ্রীম কোটের্র কর্মচারীগণ
২য় পরিচ্ছেদ: অধস্তন আদালত
অনুচ্ছেদ - ১১৪: অধস্তন আদালতসমূহ প্রতিষ্ঠা
অনুচ্ছেদ - ১১৫: অধস্তন আদালতে নিয়োগ
অনুচ্ছেদ - ১১৬: অধন্তন আদালত সমূহের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা
অনুচ্ছেদ - ১১৬ক: বিচার বিভাগীয় কর্মচারীগণ বিচারকার্য পালনের ক্ষেত্রে স্বাধীন
৩য় পরিচ্ছেদ: প্রশাসনিক ট্রাইব্যুনাল
অনুচ্ছেদ - ১১৭: প্রশাসনিক ট্রাইব্যুনাল সমূহ
ষষ্ঠ-ক ভাগ: জাতীয় দল [বিলুপ্ত] (পঞ্চদশ সংশোধনী) ২০১১ সনের ১৪নং আইনের ৪১নং ধারাবলে বিলুপ্ত
সপ্তম ভাগ: নির্বাচন
অনুচ্ছেদ - ১১৮: নির্বাচন কমিশন প্রতিষ্ঠা
অনুচ্ছেদ - ১১৯: নির্বাচন কমিশনের দায়িত্ব
অনুচ্ছেদ - ১২০: নির্বাচন কমিশনের কর্মচারীগণ
অনুচ্ছেদ - ১২১: প্রতি এলাকার জন্য একটিমাত্র ভোটার তালিকা
অনুচ্ছেদ - ১২২: ভোটার তালিকায় নামভুক্তির যোগ্যতা
অনুচ্ছেদ - ১২৩: নির্বাচন অনুষ্ঠানের সময়
অনুচ্ছেদ - ১২৪: নির্বাচন সম্পর্কে সংসদের বিধান প্রণয়ণের ক্ষমতা
অনুচ্ছেদ - ১২৫: নির্বাচনী আইন ও নির্বাচনের বৈধতা
অনুচ্ছেদ - ১২৬: নির্বাচন কমিশনকে নির্বাহী কর্তৃপক্ষের সহায়তাদান
অষ্টম ভাগ: মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক
অনুচ্ছেদ - ১২৭: মহা হিসাব-নিরীক্ষক পদের প্রতিষ্ঠা
অনুচ্ছেদ - ১২৮: মহা হিসাব-নিরীক্ষকের দায়িত্ব
অনুচ্ছেদ - ১২৯: মহা হিসাব-নিরীক্ষকের কর্মের মেয়াদ
অনুচ্ছেদ - ১৩০: অস্থায়ী মহা হিসাব-নিরীক্ষক
অনুচ্ছেদ - ১৩১: প্রজাতন্ত্রের হিসাবরক্ষার আকার ও পদ্ধতি
অনুচ্ছেদ - ১৩২: সংসদে মহা হিসাব-নিরীক্ষকের রিপোর্ট উপস্থাপন
নবম ভাগ: বাংলাদেশের কর্মবিভাগ
১ম পরিচ্ছেদ: কর্মবিভাগ
অনুচ্ছেদ - ১৩৩: নিয়োগ ও কর্মের শর্তাবলী
অনুচ্ছেদ - ১৩৪: কর্মের মেয়াদ
অনুচ্ছেদ - ১৩৫: অসাময়িক সরকারি কর্মচারীদের বরখাস্ত প্রভৃতি
অনুচ্ছেদ - ১৩৬: কর্মবিভাগ-পূনর্গঠন
২য় পরিচ্ছেদ: সরকারী কর্ম কমিশন
অনুচ্ছেদ - ১৩৭: কমিশন প্রতিষ্টা
অনুচ্ছেদ - ১৩৮: সদস্য-নিয়োগ
অনুচ্ছেদ - ১৩৯: পদের মেয়াদ
অনুচ্ছেদ - ১৪০: কমিশনের দায়িত্ব
অনুচ্ছেদ - ১৪১: বার্ষিক রিপোর্ট
নবম-ক ভাগ: জরুরী বিধানাবলী
অনুচ্ছেদ - ১৪১ক: জরুরী-অবস্থা ঘোষণা
অনুচ্ছেদ - ১৪১খ: জরুরী-অবস্থার সময় সংবিধানের কতিপয় অনুচ্ছেদের বিধান স্থগিতকরণ
অনুচ্ছেদ - ১৪১গ: জরুরী-অব্স্থার সময় মৌলিক অধিকারসমূহ স্থগিতকরণ
দশম ভাগ: সংবিধান সংশোধন
অনুচ্ছেদ - ১৪২: সংবিধানের বিধান সংশোধন ক্ষমতা
একাদশ ভাগ: বিবিধ
অনুচ্ছেদ - ১৪৩: প্রজাতন্ত্রের সম্পত্তি
অনুচ্ছেদ - ১৪৪: সম্পত্তি ও কারবার প্রভৃতি-প্রসঙ্গে নির্বাহী কর্তৃত্ব
অনুচ্ছেদ - ১৪৫: চুক্তি ও দলিল
অনুচ্ছেদ - ১৪৫ক: আন্তর্জাতিক চুক্তি
অনুচ্ছেদ - ১৪৬: বাংলাদেশের নামে মামলা
অনুচ্ছেদ - ১৪৭: কতিপয় পদাধিকারীর পারিশ্রমিক প্রভৃতি
অনুচ্ছেদ - ১৪৮: পদের শপথ
অনুচ্ছেদ - ১৪৯: প্রচলিত আইনের হেফাজত
অনুচ্ছেদ - ১৫০ ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী
অনুচ্ছেদ - ১৫১: রহিতকরণ
অনুচ্ছেদ - ১৫২: ব্যাখ্যা
অনুচ্ছেদ - ১৫৩: প্রবর্তক, উল্লেখ ও নির্ভরযোগ্য পাঠ
সংবিধান সংশোধন:
• মোট সংবিধান সংশোধন- ১৬বার
• ১৬ তম সংবিধান সংশোধন- ৯৬-এর অনুচ্ছেদের প্রতিস্থাপন।
• ‘বাঙালি’-র বদলে ‘বাংলাদেশি’ জাতীয়তাবাদ প্রবর্তন করা হয়- ১৯৭৬ সালে
• সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানীর রাহিম’ গৃহীত হয়- ১৯৭৭ সাল
• ইনডেমনিটি বিল/অধ্যাদেশ জারি হয়- ১৯৭৫ সালে
• ইনডেমনিটি বিল/অধ্যাদেশ বাতিল হয়- ১৯৯৬ সালে
• তত্ত্বাবধায়ক সরকারের আইন পাস হয়- ১৯৯৬ সালে
• জরুরি অবস্থা জারির বিধান- ২য় সংশোধনী
• ইসলামকে রাষ্ট্রধর্ম করা হয়- ৮ম সংশোধনী
• সংসদীয় পদ্ধতির সরকার প্রবর্তন করা হয়- ১২শ সংশোধনী
• সংবিধান সংশোধনের জন্য- ২/৩ ভোটের প্রয়োজন
এক নজরে সংশোধনীগুলো:
শেখ মুজীবুর রহমান = ৪ বার
মনে রাখার উপায় = যুদ্ধ জরুরী, সীমানার জন্য রাষ্ট্রপতি
জিয়াউর রহমান=১ বার
সামরিক শাসনের বৈধতাঃ
আবদুর সাত্তার =১ বার
উপরাষ্ট্রপতি পদ থেকে রাষ্ট্রপতি পদে নির্বাচন=১0ই জুলাই ১৯৮১।
হুসাইন মোহাম্মদ এরশাদ= 8 বার
# মনে রাখার উপায়: বৈধ করল ইসলাম দুই নারী
খালেদা জিয়া=8 বার
# মনে রাখার কৌশল: S.S.C
@ S= সাহাবুদ্দীনের স্বপদে ফিরে যাবার বিধান। ৬আগষ্ট ১৯৯১
@ S= সংসধীয় শাসন ব্যবস্থা।১৯৯১সাল।
@ C = caretaker government, ১৯৯৬ সাল
@১৬ ই মে ২0০৪
# মনে রাখার কৌশল:
৪৫টি ছবি তুললে কম অর্থ শপথ করছি ৩বৃদ্ধ
৪৫= নারী আসন বৃদ্ধি ১০বছর
ছবি তুললে=সরকারীভাব প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট সংরক্ষণ ও প্রদর্শন কম অর্থ= কমা ব্যবহার, অর্থবিল লেখার পর শপথ= স্পীকার ব্যর্থ হলে প্রধান নিবার্চনার কমিশনার শপথ পাঠ
করাবেন।
৩ বৃদ্ধ= প্রধান বিচারপতি বয়স ৬৫ থেকে ৬৭ তে, PSC CHAIRMAN ৬৫ তে, মহাহিসাব নিরীক্ষক ৬৫ বছরে উন্নীত করা ।
সংবিধানের সব সংশোধনী:
●● বিচারপতিদের সরানোর ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দিতে সংবিধানের ষোড়শ সংশোধনী বিল পাস হল বুধবার। ১৯৭২ সালে সংবিধান গৃহীত হওয়ার পর থেকে এর আগে ১৫ বার সংশোধন হয় বাংলাদেশের শাসনতন্ত্রে।
দেখে নেওয়া যাক আগের সংশোধনীগুলো।
∎ প্রথম সংশোধনী: সংবিধানের প্রথম সংশোধনী আনা হয় ১৯৭৩ সালের জুলাই মাসে। এ সংশোধনীর মাধ্যমে ৪৭ অনুচ্ছেদে দুটি নতুন উপধারা সংযোজন করা হয়।এ সংশোধনীর মূল কারণ ছিল গণহত্যাজনিত অপরাধ,মানবতাবিরোধী অপরাধ, যুদ্ধাপরাধ ওআন্তর্জাতিক আইনের অধীন অন্যান্য অপরাধের জন্য আইন তৈরি এবং তা কার্যকর করা।
∎ দ্বিতীয় সংশোধনী: ১৯৭৩ সালের ২২ সেপ্টেম্বর দ্বিতীয় সংশোধনী আনা হয়। এতে সংবিধানের কয়েকটি অনুচ্ছেদে (২৬, ৬৩, ৭২ ও ১৪২) সংশোধন আনা হয়।নিবর্তনমূলক আটক,জরুরি অবস্থা ঘোষণা ও এ সময় মৌলিক
অধিকারগুলো স্থগিতকরণ সম্পর্কে প্রথমদিকে সংবিধানে কোনো বিধান ছিল না। এ সংশোধনীর মাধ্যমে বিধানগুলো সংযোজন করা হয়।
∎ তৃতীয় সংশোধনী: মূলত ভারত ও বাংলাদেশের সীমানা নির্ধারণী একটি চুক্তি বাস্তবায়ন করার জন্য ১৯৭৪ সালের ২৮ নভেম্বর এ সংশোধনী আনা হয়।ভারতের কিছু অংশ বাংলাদেশে আসবে এবং বাংলাদেশের কিছু অংশ ভারতে আসবে- এ
চুক্তি বাস্তবায়নের জন্যই তৃতীয় সংশোধনী আনা হয়
∎ চতুর্থ সংশোধনী: ১৯৭৫ সালের ২৫ জানুয়ারি এ সংশোধনীর মাধ্যমেইবাংলাদেশের শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটানো হয়।চতুর্থ সংশোধনীর মাধ্যমে সংসদীয় পদ্ধতি পরিবর্তন করে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা চালু করা; একদলীয় শাসন
ব্যবস্থার প্রবর্তন করা; রাষ্ট্রপতি ও সংসদের মেয়াদ বৃদ্ধি এবং রাষ্ট্রপতি অপসারণ পদ্ধতি জটিল করা;সংসদকে একটি ক্ষমতাহীন বিভাগে পরিণত করা; মৌলিক অধিকার বলবৎ করার অধিকার বাতিল করা; বিচার বিভাগের
স্বাধীনতাকে খর্ব করা ও উপ-রাষ্ট্রপতির পদ সৃষ্টি করা হয়।১৯৯১সালে সংবিধানের দ্বাদশ সংশোধনীর মাধ্যমে এর কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় বাতিল হয়ে যায়।
∎ পঞ্চম সংশোধনী: জাতীয় সংসদে এ সংশোধনী আনা হয় ১৯৭৯ সালের ৬ এপ্রিল। পঞ্চম সংশোধনী সংবিধানে কোনো বিধান সংশোধন করেনি।এ সংশোধনী ১৯৭৫ এর ১৫ অগাস্টে সামরিক শাসন জারির পর
থেকে ৬ এপ্রিল ১৯৭৯ পর্যন্ত সামরিক শাসনামলের সব আদেশ, ঘোষণা ও দণ্ডাদেশ বৈধ বলে অনুমোদন করে।এ সংশোধনীটি উচ্চ আদালতের রায়ে বাতিল হয়।
∎ ষষ্ঠ সংশোধনী: ১৯৮১ সালের ১০ জুলাই এ সংশোধনী আনা হয়।ষষ্ঠ সংশোধনী কোনো রাজনৈতিক বা অর্থনৈতিক কারণে করা হয়নি। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর উপরাষ্ট্রপতি আব্দুস সাত্তার অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন
করেছিলেন। তৎকালীন বিএনপি রাষ্ট্রপতি পদে তাদের প্রার্থী হিসেবে আব্দুস সাত্তারকে মনোনয়ন দেয়।এ সংশোধনীর মাধ্যমে বলা হয়,রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী,উপমন্ত্রী পদকে প্রজাতন্ত্রেরকোনো লাভজনক পদ বলে গণ্য করা হবে না
∎ সপ্তম সংশোধনী: ১৯৮২ সালের ২৪ মার্চ থেকে ১৯৮৬ সালের ১০ নভেম্বর পর্যন্ত দেশে সামরিক শাসন বহাল ছিল।১৯৮৬ সালের ১১ নভেম্বর জাতীয় সংসদে সপ্তম সংশোধনী আনা হয়।এ
সংশোধনীর মাধ্যমে সামরিক শাসনামলে জারি করা সব আদেশ, আইন ও নির্দেশকে বৈধতা দেওয়া হয় এবং আদালতে এ বিষয়ে কোনো প্রশ্ন উত্থাপন না করার বিধান করা হয়। এ
সংশোধনীতে বিচারপতিদের অবসরের বয়সসীমা ৬২ থেকে বাড়িয়ে ৬৫ করা হয়।২০১০ সালের ২৬ আগস্ট এ সংশোধনী আদালতে কর্তৃক অবৈধ ঘোষিত হয়।
∎ অষ্টম সংশোধনী: ১৯৮৮ সালের ৯ জুন সংবিধানে অষ্টম সংশোধনী আনা হয়। এ সংশোধনীর মাধ্যমে কয়েকটি গুরুত্বপূর্ণ অনুচ্ছেদে (২, ৩, ৫, ৩০ ও ১০০) পরিবর্তন আনা হয়।এ সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রধর্ম ইসলাম বলে ঘোষণা করা হয়, ঢাকার
বাইরে হাই কোর্ট বিভাগের ৬টি স্থায়ী বেঞ্চ স্থাপন করা হয়, বাঙালীকে বাংলাদেশী এবং ডেক্কা-কে ঢাকা করা হয়।তবে হাই কোর্টের বেঞ্চ গঠনের বিষয়টি বাতিল করে সর্বোচ্চ আদালত।
∎ নবম সংশোধনী: নবম সংশোধনী আনা হয় ১৯৮৯ সালের ১১ জুলাই। এ সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতিকে নিয়ে কিছু বিধান সংযোজন করা হয়।এ সংশোধনীর আগে রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি যতবার ইচ্ছা রাষ্ট্রপতি পদের জন্য নির্বাচন
করতে পারতেন। এ সংশোধনীর পরঅবস্থার পরিবর্তন হয়েছে।
∎ দশম সংশোধনী: ১৯৯০ সালের ১২ জুন দশম সংশোধনী বিল পাস হয়। নারীদের জন্য সংসদে আসন ১৫ থেকে ৩০ এ বাড়ানো হয়।
∎ একাদশ সংশোধনী: গণঅভ্যুত্থানে এইচ এম এরশাদের পতনের পর বিচারপতি মো. সাহাবুদ্দিনের দায়িত্ব গ্রহণনিয়ে ১৯৯১ সালে এ সংশোধনী পাস হয়। এর মাধ্যমে প্রধান বিচারপতি সাহাবুদ্দিন আহমেদের উপরাষ্ট্রপতি হিসেবে নিয়োগদান বৈধ ঘোষণা করা হয়। এতে আরো বলা হয়, নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর এ উপরাষ্ট্রপতি দেশের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্বগ্রহণ করতে পারবেন এবং উপরাষ্ট্রপতি হিসেবে তার কর্মকাল বিচারপতি হিসেবে হিসেবে গণ্য হবে।
∎ দ্বাদশ সংশোধনী: ১৯৯১ সালের এ সংশোধনীর মাধ্যমে ১৭ বছর পর দেশে পুনরায় সংসদীয় সরকার প্রতিষ্ঠিত হয়।
∎ ত্রয়োদশ সংশোধনী: ১৯৯৬ সালের ২৬ মার্চ এ সংশোধনীর মাধ্যমে সংবিধানে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করা হয়।
∎ চতুর্দশ সংশোধনী: ২০০৪ সালের ১৬ মে এ সংশোধনী আনা হয়। এ সংশোধনীর মাধ্যমে সংরক্ষিত মহিলা আসন ৩০ থেকে ৪৫ করা হয়। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়সসীমা ৬৫ থেকে ৬৭ বছর করা হয়।এছাড়া রাষ্ট্রপতি ও
প্রধানমন্ত্রীর কার্যালয়ে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ছবি এবং সরকারি ও আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও বিদেশে বাংলাদেশ মিশনে প্রধানমন্ত্রীর প্রতিকৃতি বা ছবি প্রদর্শনের বিধান করা হয়।
∎ পঞ্চদশ সংশোধনী: ২০১১ সালের ৩০ জুন এ সংশোধনী আনা হয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপের পাশাপাশি অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলের জন্য রাষ্ট্রদ্রোহিতার অপরাধ বিবেচনায় সর্বোচ্চ দণ্ডের বিধান রাখা হয় এ সংশোধনীতে। এছাড়া এ সংশোধনীর মাধ্যমে ৭২’র সংবিধানের চার মূলনীতি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা ফিরিয়ে আনা হয়। বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা পত্র এই সংশোধনীর মাধ্যমে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়।
পঞ্চদশ সংশোধনী
উত্থাপনকারী- ব্যারিস্টার শফিক আহমেদ সংসদে গৃহীত- ৩০ জুন, ২০১১
রাষ্ট্রপতি কর্তৃক স্বাক্ষর- ৩ জুলাই, ২০১১
সংশোধনীসমূহ
৭২-র সংবিধানের চার মূলনীতি পুনর্বহাল (জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা)
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ
রাজনৈতিক সরকারের অধীনে নির্বাচন
অবৈধ ক্ষমতা দখলকারীদের সর্বোচ্চ শাস্তি
রাষ্ট্রধর্ম ইসলাম ও বিসমিল্লাহ বহাল, অন্যান্য ধর্মের সমমর্যাদা
আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস বহাল
শক্তিশালী নির্বাচন কমিশন
জাতির পিতা, ৭ মার্চের ভাষণ, স্বাধীনতার ঘোষণা ও ঘোষণাপত্র যুক্তকরণ
ক্ষুদ্র নৃগোষ্ঠীর স্বীকৃতি, পরিবেশ সংরক্ষণ ও সুযোগের সমতা
সংরক্ষিত নারী আসন বৃদ্ধি (বর্তমানে- ৫০টি; পূর্বে ছিল- ৪৫টি)
মৌলিক বিধান সংশোধন-অযোগ্য
জরুরি অবস্থার মেয়াদ নির্দিষ্টকরণ
দণ্ডিত যুদ্ধাপরাধীরা নির্বাচনে অযোগ্য
সংবিধান (ষোড়শ সংশোধনী) আইন ২০১৪
বাহাত্তরের সংবিধানের ৯৬ অনুচ্ছেদ পুনঃস্থাপনের মাধ্যমে বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদকে ফিরিয়ে দেয়া
উত্থাপনকারী - আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক
উত্থাপনের তারিখ - ৭ সেপ্টেম্বর ২০১৪
পাসের তারিখ - ১৭ সেপ্টেম্বর ২০১৪
রাষ্ট্রপতির অনুমোদনের তারিখ - ২২ সেপ্টেম্বর ২০১৪
পক্ষে-বিপক্ষে ভোট - (৩২৮-০)
মন্তব্য - সুপ্রীম কোর্ট কর্তৃক অবৈধ ঘোষিত এবং বাতিলকৃত